আদর্শ হিন্দু হোটেল pdf বই ডাউনলোড । রাণাঘাটের রেল-বাজারে বেচ চক্কতির হোটেল যে রাণাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল এ-কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে।
কয়েক বছরে মধ্যে রাণাঘাট রে-বাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ দশ বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে, চারজন রসুনে-বামুনে রান্না করিতে করিতে হিমসিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়।
বেু চক্কতি (বয়স পঞ্চাশের ওপর, না-ফর্সা না-কালো দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল) হোটেলের সামনের ঘরে একটা তক্তপোশে কাঠের হাত-বাক্সের ওপর কুয়ের ভর দিয়া বসিয়া আছে। বেরা দশটা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়তে শুরু হইয়াছে।
বেচু চক্কত্তির হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরী, মাছের ঝোল, ডাল; তরকারী ভাত – হিন্দু হোটেল বাবু।
দুইজন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বাঁড়ুয্যের হোটেলের লোকের সাদর আমন্ত্র উপেক্ষা করিয়া বেচু চক্কতির হোটেলেই ঢুকিল।
এইযে, বোঁচকা এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে, কোন ক্লাসে খাবেন? ফাস্ট ক্লাস না সেকেন ক্লাস – ফাস্ট ক্লাসে পাঁচ আনা, সেকেন ক্লাসে তিন আনা।
আরও দেখুনঃ নির্বাসন pdf বই ডাউনলোড মেঘেদের দিন pdf বই ডাউনলোড
এ হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চক্কতির নিকট হইতে টিকিট (এক টুকরা সাদা কাগজে নম্বর ও শ্রেণী লেখা) কিনিয়া ভিতরে যাইতে হবে। সেখানে একজন রসুয়ে-বামুন বসিয়া আছে। খদ্দেরের টিকিট লিইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া দুই ভাগ করা্ এক দিকে ফাস্ট ক্লাস, অন্য দিকে সেকন ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এই সব টিকিট বেচু চক্কতির কাছে জমা দেওয়া হইবে। সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্ধৃত্ত ভাত তরকারীর পরিমাণ তদারক হইবে, রসুনে-বামুনেরো চুরি করতে না পারে।
চাকর ভিতরে আসিয়া বলিল – মোটে চার জন লোক খদ্দের। দু‘জন ওদের ওখানে গেল।
বেচু চক্কতি বলিল – যাকগে। তুই আর একটু এগিয়ে যা – শান্তিপুর আসবার সময় হ‘ল। এই গাড়িতে দু-পাঁচটা খদ্দের থাকেই। আর ভেতরে বামুনকে বলে আয়, শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়।
নিচে আদর্শ হিন্দু হোটেল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মিত্র ও ঘোষ পাবলিশার্স বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.25 MB প্রকাশ সালঃ 1957 ইং বইয়ের লেখকঃ শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন