Sunday, October 19, 2025
Homeউপন্যাসআদম ইভ ও অন্ধকার pdf বই ডাউনলোড

আদম ইভ ও অন্ধকার pdf বই ডাউনলোড

আদম ইভ ও অন্ধকার pdf বই ডাউনলোড । মনই সকল শক্তির উৎস। একথা উমাপতির চেয়ে ভাল আর কে জানে? এই মনটাকে এক জায়গায় সই করতে পারলেই কাজ ফর্সা। মনের জোরেই উমপতি এত বছর টিঁকে আছেন পৃথিবীতে কত ঝড়, কত ঝঞ্ঝা, কত মৃত্যুর ছোবল, হতাশা কাটিয়ে এই এত দূর।

সেই মনের জোরেই আজ বিছানা থেকে নিজেকে সকালবেলায় টেনে তুলতে পারলেন উমাপতি। নইলে শরীর আজ মোটেই যুতের নয়। একেবারেই নয়। প্রেশারটা খুবই বেড়ে থাকবে। স্পণ্ডেলিওসিসের উৎপাতটাও তো বাস্তবিক কখনও তাঁকে ছেড়ে যায়নি। অন্য কেউ হেল উঠতো না, শুয়ে থাকত। ডাক্তার ডাকত।

উমাপতি শরীরে বিশ্বাসী নন। প্রায় সারা জীবনটাই তিনি দেশবাসীকে বলে এসেছেন, আত্মত্যাগ করো, আত্মত্যাগ করো, আত্মত্যাগ করো। কেউ করেছে কিনা তা সঠিক জানেন না উমাপতি, কিন্তু ওকথাটা তাঁর মনের মধ্যে বিকারের মতো আবর্তিত হয়। ভাঙা রেকর্ডের মতো বাজতেই থাক। আত্মত্যাগ করো, আত্মত্যাগ করো, আত্মত্যাগ করো । দেশবাসীর জন্য, রাষ্ট্রে জন্য, আদর্শের জন্য।

এদেশের মানুষ বোধহয় মল ও মূত্র ছাড়া আর কিছুই ত্যাগ কের না আজকাল।

আরও দেখুনঃ
অনুসন্ধান pdf বই ডাউনলোড
বটুকবুড়োর চশমা pdf বই ডাউনলোড

উমাপতির এই বাসস্থানটিক যদি ফ্ল্যাট বলা হয় তবে খুবই বাড়াবাড়ি হয়ে যাবে। দু’খানা ঘর আছে ঠিকই, একখানা আলাদা বাথরুমও, এমন কি অবিশ্বাস্য একখানা রান্নঘরও। সবই লাগোয়া। তবু ফ্ল্যাট কথাটা এর সঙ্গে খাপ খায় না।

উনিশ শতকের শেষভাগে বাড়িখানা তৈরি হয়ে থাকবে। বিশ শতকের গোড়ার দিকে কিছু সংস্কার হয়ে থাকলেও থাকতে পারে। তারপর থেকে লাগাতার একইরকম রয়ে গেছে। না, ঠিক একরকম নয়। সৃষ্টি, স্থিতি, লয়ের অমোঘ নিয়মে বাড়িখানা যথাযথ রকমের জরাজীর্ণ হয়ে এসেছে।

এখন প্রায় প্রতিটি দেয়ালেই পলেস্তারা খসিয়ে ইঁটের হাসি বেরিয়ে পড়ছে। সেই হিমশীতল মৃত্যুপ্রতিম নিঃশব্দ হিঃ হিঃ হাসি প্রতিনিয়তিই শুনতে পান উমাপতি। ভাড়া মাত্র চল্লিশ টাকা বলে ইহজীবনে আর বাসাবদলানো ঘটবে না উমাপতির। কিন্তু এক একদিন এক এক অভিনব জায়গা দিয়ৈ যখন ইঁটের হাসি বাঁধ ভেঙে বেরিয়ে আসে তখন উমাপতি যেন কেমন আতংক বোধ করেন।

বাথরুমের চৌকাঠ ধরে একটা টাল সামলালেন উমাপতি।

নিচে আদম ইভ ও অন্ধকার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

আদম ইভ ও অন্ধকার pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 8.96 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site