আক্রান্ত pdf বই ডাউনলোড । রবি লোকটা আসলে ডিফেনসের খেলোয়াড়। সর্বদাই নিজের দুর্গ সামলাচ্ছে, বিপক্ষের আক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে। কখন গোল খেয়ে যায় তার তো ঠিক নেই। কদাচিৎ অ্যাটাকে উঠে এসে সে যদি কখনো এক আধটা গোল করেও ফেলে তবু ওকে ভয় খাওয়ার কিছু নেই। নিশ্চিন্তভাবেই ও নিজের এলাকায় পিছিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। একদিন এইভাবেই হয়তো ও নিজের গোলে ঢুকে যাবে। তারপর জড়িয়ে পড়বে নিজেরই জালে।
অনেকের ডাক ও পোশাকী দুটো আলাদা নাম থাকে। রবির পোশাকী নাম হতে পারত রবীন্দ্রনাথ। কিন্তু তা হয়নি। রবির কোনো পোশাকী নাম নেই। তার নাম একটাই। রবি সর্বজ্ঞ। নামটা হালকা-পলকা হলেও তার পদবীটি ভারিক্কী। পদবীতেই তার পুষিয়ে গেছে। রবির অল্পেই পুষিয়ে যায়।
যতদূর জানা যায়, মাত্র দশ মাস বয়েসে সে হাঁটতে শিখেছিল। এক বছর বয়েসে সে কথা বলত। ক্লাস থ্রিতে একবার সে অঙ্কে পেয়েছিল একশয় একশ। অনেক ভেবেচিন্তেও রবি নিজের আর কোনো কৃতিত্বের কথা মনে করতে পারে না। তবে ক্লাস ফাইভে পড়ার সময় ইস্কুলের স্পোর্টসে থ্রি লেগড রেস-এ সেকেন্ড প্রাইজ পেয়েছিল বটে। কিন্তু সেই দৌড়ে তার পার্টনার বিশুই তাকে শেষ গজ তিনেক হেঁচড়ে টেনে নিয়ে গিয়েছিল।
বাঁধা পায়ে এত ব্যথা পেয়েছিল সে যে, চোখে লাল নীল তারা দেখেছিল কিছুক্ষণ। সেই প্রাইজ পাওয়ার ঘটনাটাকে কৃতিত্বের মধ্যে ধরবে কি না তা নিয়ে দীর্ঘকাল সে দ্বিধায় আছে। আর কেউ না জানুক, রবি নিজে জানে, বিশুর দুর্দান্ত গতির সঙ্গে তাল রাখতে না পেরে শেষ সীমার কাছাকাছি গিয়ে সে পড়ে যায়। বিশু তাকে ঝটকা মেরে তোলে এবং টানতে টানতে নিয়ে শেষ সীমায় পৌঁছে দেয়। রবি সেই থেকেই জানে, ডিফেনসিভ লোকের কখনো কোনো অ্যাটাকিং লোকের সঙ্গে জোড় বাঁধা উচিত নয়।
ডিফেনসে খেলার নিয়মগুলি রবি শিখে গেছে এবং মোটামুটি মেনেও চলে। সে কদাচিৎ লোককে চটায়। পৃথিবীর কোনো বিষয় সম্পর্কে সে নিজস্ব কোনো মতামত পোষণ করেনা। অধিকাংশ মানুষকেই সে নিজের চেয়ে উন্নততর জীব মনে করে। দেবতারা গ্রহান্তরের মানুষ কি না তা রবি জানে না।
নিচে আক্রান্ত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দেজ পাবলিশিং বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.90 MB প্রকাশ সালঃ 1985 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন