আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ১ pdf বই ডাউনলোড । সারো ভার্সিটির ডিরেক্টর অ্যাটন ৭৭-এর মূর্তি দেখেও কোনো ভাবান্তর ঘটল না সাংবাদিক থেরেমন ৭৬২-র। পেশার খাতিরেই এসবে অভ্যস্ত সে। তার ওপর জ্যোতির্বিজ্ঞানীরা হয় বেশি খেয়ালি, কাজেইা আমল দিল না। গত দু মাস ধরে লোকটার অদ্ভুত কাথাবার্তার ভেতরের সার জানতে হবে, তাই তার ইন্টারভিউ নেতে এসেছে থেরেমেন ৭৬২। এখন তার মেজাজ-মর্জির দিকে তাকাবার সময় নেই।
‘স্যার,’ ডিরেক্টর বললেন, ‘আপনি আপনার যে শয়তানি মতলব নিয়ে এসেছেন, তার…’
অবজার্ভেটরির টেলিফটোগ্রাফার বীনে ২৫ বাধা দিল, ‘স্যার, শত হলেও…’
‘কথার মধ্যে বাধা দেবে না,’ একদিকের সাদা ভুরু উঁচু কের তাকে দেখলেন অ্যাটন ৭৭। ‘তুমি এঁকে নিয়ে এসেছ, ঠিক আছে, আমি মেনে নিয়েছি। কিন্তু অবাধ্যতা গোছের কিছু করতে যেয়ো না, সেটা সহ্য করব না।’
থেরেমন ভাবল মুখ খোলার এটাই সময়, ‘ডিরেক্টর অ্যাটন আপনি যদি আমার বক্তব্য শেষ করার অনুমতি দেন…’
‘আপনার কোনো কথার মূল্য নেই এখন, ইয়ংম্যান। আপনি পত্রিকায় যে কলাম লেখেন, গত দু মাসের ঘটনাবলির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আমার এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে বলতে গেলে রীতিমতো প্রচারণা যুদ্ধে নেমেছেন আপনি, কিন্তু যে ভীতি দূর করতে জনগণকে সংঘবদ্ধ করতে চেয়েছেন, তা ব্যর্থ হয়েছে। আমাদের হাসির পাত্র করে তুলতে চেয়েছেন।’
আরও দেখুনঃ নৃসিংহ রহস্য pdf বই ডাউনলোড ফাউণ্ডেশন pdf বই ডাউনলোড
টেবিল থেকে এক কপি ‘সারো সিটি ক্রনিকল’ তুলে নিয়ে ক্রদ্ধ ভঙ্গিতে ঝাঁকালেন। ‘আজ যা ছাপা হয়েছে, তাতে আপনার মতো নির্লজ্জের উচিত ছিল এখানে আসতে দ্ধিধা করার। আপনারা, সব সাংবাদিকের।’
পত্রিকা মেঝেতে ফেলে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। ‘আপনি যেতে পারেন,’ বলে গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলেন এ গ্রহের ছয় সূর্যের সবচেয়ে উজ্জ্বল অস্তমিত গামার দিকে। দিগন্তের হালকা কুয়াশার ছোঁয়ায় হলুদ হয়ে গেছে ওটার আলো। অ্যাটন জানেন, আর কোনদিন ওটাকে দেখতে পাবেন না তিনি। অন্তত মানুষ হিসেবে।
দ্রুত ঘরলেন তিনি, ‘না দাঁড়ান। যাবেন না। আসুন, আপনি যা জানতে চান বলছি।’
যাওয়ার কোন লক্ষণই ছিল না সাংবাদিকের মধ্যে, ধীরপায়ে বৃদ্ধের দিকে এগোল সে। বাইরির দিকে ইঙ্গিত করলেন তিনি, ‘ছয় সূর্যের মধ্যে কেবর বেটা আচে আকাশে, দেখলেন তো?’
নিচে আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ১ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঐতিহ্য বইয়ের ধরণঃ সায়েন্স ফিকশন বইয়ের সাইজঃ 6.66 MB প্রকাশ সালঃ 2002 ইং বইয়ের লেখকঃ আইজাক আসিমভ অনুবাদঃ হাসান খুরশীদ রুমী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now