অয়োময় pdf বই ডাউনলোড । বদরুল আলম সাহেব তারাবীর নামাজ পড়তে যাবেন—কী মনে করে যেন বাংলা ঘরে উঁকি দিলেন ।
ঘর আন্ধকার । অথচ তিনি সন্ধ্যাবেলা মাগরেবের নামাজ দাঁড়াবার আগেই বলেছেন বাংলা ঘরে যেন
বাতি দেয়া হয় । এরা কেউ কথা শোনে না । রাগে তাঁর শরীর কাঁপতে লাগল । ইদানীং তাঁর এই সমস্যা
হয়েছে , রেগে গেলে শরীর কাঁপে
বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার । বিকট দুর্গন্ধ । মানুষের শরীর পচে গেলে
এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত দুর্গন্ধ নাকের ভিতর দিয়ে ঘ্যাঁৎ করে মাথায় চলে যায় । মাথা ঝিম
ঝিম করে । তারপরই বমি বমি ভাব হয় ।
বদরুল আলম সাহেব দিয়ে নাক ঢাকলেন । ঘরে ঢোকার
আগেই ঢাকা উচিত ছিল । দেরী হয়ে গেছে । তাঁর মেজাজ আরো খারাপ হল । বাংলা ঘরে ঢোকা উচিত
হয়নি । কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন , খাবার দাবার বমি হয়ে যেতে পারে । তাঁর স্ত্রী এখন ভাত
না দিতে । তারাবীর নামাজ পড়ে খাবেন । এটা শুনল না । কেউ আজ কাল তাঁর কথা শুনছে না।
আরও দেখুনঃ মেঘের ছায়া pdf বই ডাউনলোড মেঘ বলেছে যাব যাব pdf বই ডাউনলোড
তিনি নাকে রুমাল চাপা দিয়েই ডাকলেন –এ্যাই ,এ্যাই ।
কোন সাড়া পাওয়া গেল না । মরে গেছে না-কি ? আশ্চর্য ,একটা মানুষ অর্ধেকটা শরীর পচে গেছে
তবুও মরার নাম নেই ।উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে । বলেছে ,হাসপাতালে
রেখে কি করবেন । বড় জোর দুই দিন , বাড়িতে নিয়ে যান । বাড়িতে আত্মিয় স্বজনের মাঝখানে আরাম
করে মরবে ।
আর গাধাগুলি তাকে নিয়ে এসে তাঁর বাংলা ঘরে শুইয়ে দিয়েছে । কী যন্ত্রনা । এটা কি তার বাড়ি
ঘর ? গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত । বাংলা ঘর দশ কাজে ব্যাবহার হয় । লোকজন আসে।
সেখানে আধা পচা মানুষ এনে শুইয়ে দিল । বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিসীমানায় এখন কেউ যেতে
পারে না । নাড়িভূঁড়ি উল্টে আসে । তিনে আর উঁচু গলায় ডাকলেন –-এ্যাই ,এ্যাই ।
কোন জবাব পাওয়া গেল না । তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন । নিঃশ্বাস ফেলার শব্দ আসছে
না । নড়াচড়ার শব্দ নেই । মারা গেছে বোধ হয় । আশ্চর্য এই বাড়ির লোকজনের কাণ্ডজ্ঞান । এখন
মরে তখন মরে একটা মানুষ ,তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয় নি।
নিচে অয়োময় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অনুপম প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 10.1 MB প্রকাশ সালঃ 1990 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now