অসুখের পরে pdf বই ডাউনলোড । বাতাসে আজ কিছু মিশে আছে। রহস্যময় গোপন কোনও শিহরন? কোনও আনন্দের খবর? কোন ও সুগন্ধ? কোনও মধুর অশ্রুত শব্দের কম্পন? হেমন্তের সাকলে ভিতেরর বারান্দায় টিয়া পাকি অস্ফুট কিছু কথা বলতে চাইছে। ভোরের আলোটিতে আজ কিচু গাঢ় হলুদের কাঁচা রং।
শিয়রের মস্ত জানালার খড়খড়ির একটা পাটি ভাঙা। পুবের তেরছা রোদ একফালি এসে পড়ে আছে মেঝেয়, যে মেঝে প্রায় একশো বছরের পুরনো। মস্ত উঁচু সিলিঙে খেলা করছে রোদের আভা। বিমের খাঁজে চতুর পায়ে ঘুরছে ফিরছে বন্দনার পোষ পায়রা।
বন্দনার আজ আর অসুখ নেই। তিন দিন হল জ্বর ছেড়ে গেছে। শরীরটা ঠাণ্ডা, বড় বেশি ঠাণ্ডা হয়ে আছে তার। একটুও জোর নেই গায়ে। তবু এমন ভাল দিনটা কি বয়ে যেতে দেওয়া যায়?
তাদের ঘরগুলো বড্ড বড় বড়। কী বিরাটা তার পালঙ্কখানা। কত উঁচু। এই পালঙ্কে তার দাদু শুত, তারও আগে হয়তো শুত দাদুরও দাদু। এই পালঙ্কেরও কত যে বয়স! এতকালের জিনিস, তবু পাথরের মোত নিরেট। বন্দনা উঠে বসল। পালঙ্কের অন্য পাশে মা ছিল শুয়ে। ভোরবেলা উঠ গেছে। এ সময়ে মা ঠাকুরঘরের কাজ সারে। তারপর রান্নাগরে যায়।
আরও দেখুনঃ লিটু বৃত্তান্ত pdf বই ডাউনলোড মধ্যাহ্ন ২ pdf বই ডাউনলোড বনলতা সেন কবিতা pdf বই ডাউনলোড আনন্দমেলা ভূতের গল্প সংকলন pdf বই ডাউনলোড
বসে বন্দনা আগে তার এলোমেলো চুল দুর্বল হাত দুটি দিধেয় ধরল মুঠো করে। তার অনেক চুল। চুলের বারে মাথাটা যেন টলমল করে। যেমন ঘেঁস তেমনি লম্বা। খোঁপা বাঁধলে মস্ত খোঁপা হয় তার।
একটু কষ্ট করেই এলা খোঁপায় চুলগুলোকে সামাল দিল সে। তারপর নামবার চেষ্টা করল। পালঙ্ক তেক নামা খুব সহজ নয়, বিশেষ করে দুর্বল শরীরে। পালঙ্কটা বড্ড উঁচু বলে নামা-ওঠার জন্য একটা জলচৌকি থাকে। বন্দনা সেটা দেখতে পেল না। বোধহয় অন্য ধারে রয়েচে।
পালঙ্কটা পার হয়ে ওপাশ দিয়ে নামবে কি না একটু ভাবল বন্দনা। এই পালঙ্ক তার ছেলেবেলার সাথী। রেলিং বেয়ে, ছত্রি বেয়ে কত খেলা করেছে। আজ কি পারবে না একটা লাফ দিয়ৈ নামতে? দুর্বল হাঁটু কি বইতে পারবে তাকে। গত পনেরো দিন সে বিছানা থেকে খুব কমই নেমেছে। বিছানায় বেডপ্যান, বিছানায় স্পঞ্জ, বিছানাতেই খাওয়া।
নিচে অসুখের পরে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.70 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন