অন্যভূবন pdf বই ডাউনলোড । দুপুরবেলা কাজের মেয়েটি মিসির আলিকে ডেকে তুলল। কে নাকি দেখা করতে এসেছে। খুব জরুরি দরকার।
মিসির আলির রাগে গা কাঁপতে লাগল। কাজের মেয়েটিকে বলে দেয়া ছিল কিছুতেই যেন তাঁকে তিনটার আগে ডেকে তোলা না হয়। এখন ঘড়িতে বাজছে দু’টা দশ। যত জরুরী কাজই থাকুক, এই সময় তাঁকে ডেকে তোলার কথা নয়।
মিসির আলি রাগ কমাবার জন্য উল্টো দিকে দশ থেকে এক পর্যন্ত গুনলেন। গুন-গুন করে মনে-মনে গাইলেন – আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায়। এই গানটি গাইলে তাঁর রাগ আপনাতেই কিছুটা নেমে যায়। কিন্তু আজ নামছে না।
আরও দেখুনঃ নিষাদ pdf
তিনি গম্ভীর গলায় ডাকলেন, রেবা।
-জ্বি
আর কোনো দিন তুমি আমাকে তিনটার আগে ডেকে তুলবে না।
-জ্বি, আইচ্ছা।
দুটো থেকে তিনটা এই এক ঘন্টা আমি প্রতিদিন দুপুরে ঘুমিয়ে থাকি। এর নাম হচ্ছে সিয়াস্তা। বুঝলে?
-জ্বি
ঘড়ি দেখতে জান?
-জ্বি না।
মিসির আলীর রাগ দপ করে নিভে গেল। যে-মেয়ে ঘড়ি দেখতে জানে না, সে তাকে তিনটার সময় ঢেকে তুলবে কীভাবে? রেবা মেয়েটি নতুন কাজে এসেছে। তাকে শিখিয়ে-পড়িয়ে নিতে হবে।
রেবা?
-জ্বি
আজ সন্ধ্যার পর তোমাকে ঘড়ি দেখা শেখাব। এক থেকে বার পর্যন্ত সংখ্যা প্রথম শিখতে হবে। ঠিক আছে?
-জ্বি, ঠিক আছে।
এখন বল, যে-লোকটি দেখা করতে এসছে, সে কেমন?
আরও দেখুনঃ নিশীথিনী pdf
রেবা অবাক হয়ে তাকিয়ে রিইল। মানুষ মানুষের মতোই, আবার কেমন হবে! তার এই সাহেব কী-সব অদ্ভূত কথাবার্তা যে বলে! পাগলা ধরণের কথাবার্তা।
বল বল, চুপ করে আছ কেন?
মিসির আলি বিরক্ত হলেন, এই মেয়েকে কাজ শেখাতে সময় লাগবে। তিনি গম্ভীর মুখে বললেন, ‘মানুষকে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, বুঝতে পারছ?
-মেয়েটি মাথা নাড়ল। মাথা নাড়ার ভঙ্গি থেকেই বলে দেয়া যায়, সে কিছুই বোঝেনি। বোঝার চেষ্টাও করে নি। সে শুধু ভাবছে, এই লোকটির মাথায় দোষ আছে।
তবে দোষ থাকলেও লোকটা ভালো। বেশ ভালো। রেবা এ-পর্যন্ত দু’টি গ্লাস, একটা পিরিচ এবং একটা প্লেট ভেঙ্গেছে। একটা কাপের বোঁটা আলগা করে ফেলেছে। সে তাকে কিছুই
নিচে অন্যভূবন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.32 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now