Friday, October 17, 2025
Homeউপন্যাসঅনুসন্ধান pdf বই ডাউনলোড

অনুসন্ধান pdf বই ডাউনলোড

অনুসন্ধান pdf বই ডাউনলোড । মহাশয় আপনি যাহা সন্ধান করিতেছেন তাহা কী আমি জানি না, তবে এই গোপালপুর গ্রামেই চৌধুরী বংশের বাস ছিল বটে। আমি যেই স্থানেই যাই সেই স্থানেরই ইতিহাস অনুসন্ধান করি। ইহা আমার এক প্রকার কৌতূহলও বলিতে পারেন অথবা কালক্ষেপণ।

আমি তা জানি বলেই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি এই গ্রামে কতদিন আছেন?

বাৎসরাধিক হইবে। আমি কুত্রাপি স্থায়ীভাবে বসবাস করিতে পারি না। লোকে বলে আম স্কন্ধোপরি এক প্রেতের নিবাস। সে কোথাও আমাকে অধিক দিন তিষ্টাতে দেয় না। ইতিপূর্বে আমি বাঁকুড়ার একটি গ্রামে বাস করিতাম। আমার তৃতীয়া স্ত্রী গতা হইলে সেই স্থানের বাস তুলিয়া দিয়া এই গ্রামে আসিয়া বসবাস করিতেছি। আমার ভগ্যে স্ত্রী টিকে না।

ভারী আশ্চর্য তো! আপনার বয়স তো বত্রিশ তেত্রিশের বেশি বলে মনে হয় না। এর মধ্যেই তিনবার বিয়ে করতে হয়েছে।

ললাটের লিখন, কে খণ্ডাইবে?

আপনার তৃতীয় পক্ষ কীভাবে মারা গেলেন?

তাঁহার মৃত্যু হয় নাই। তিনি আমাকে ত্যাগ করিয়া পত্যম্তর গ্রহণ করিয়াছেন। গতা শব্দের দুই অর্থই হয়। আমি লক্ষ্মীছাড়া পুরুষ। মহাশয়, আমার কথা লইয়া মনে মনে আন্দোলন করিবেন না বরং আপনার কথা বলুন।

আরও দেখুনঃ
ধন্যবাদ মাস্টারমশাই pdf বই ডাউনলোড
পাঁচটি উপন্যাস pdf বই ডাউনলোড

গোপালপুর গ্রামেই আমাদের পৈতৃক বাড়ি ছিল, যদিও আমার বাবা এখানে বাস করতেন না। তিনি অল্প বয়সেই দাদুর সঙ্গে ঝগড়া করে গৃহত্যাগ করেন। তখন তাঁর বয়স মাত্র ষোলো। বাড়ির উপর তাঁর এতই রাগ ছিল যে, কোনওদিন তাঁর মুখে পরিবার পরিজনের কথা শোনা যেত না।

প্রসঙ্গ উঠলেও তিনি এড়িয়ে যেতেন। এমনকী আমার মাও কখনো জানতে পারেননি তাঁর শ্বশুরবাড়ি কোথাও বা সেখানে কে কে আচে। আমার বাবার সম্প্রতি ক্যানসার হয়। মারা যাওয়ার আগে তিনি একদিন আমাকে ডেকে তাঁর পূর্বাশ্রমের সব কথা বলেন। তিনি আমাকে অনুরোধ করেছিলেন, একবার যেন পৈতৃক বাড়িতে যাই। তিনি বাড়ির কোনও খবর রাখতেন না, ফলে তাঁর মা বাবা কেউ বেঁচে আছেন কিনা তাও তাঁর জানা ছিল না।

আপনার পিতাঠাকুরের দেহাম্ত কবে হইয়াছে?

পাঁচ মাসের কিছু বেশি। আমার বন্ধু সুজিতের বাড়ি পাশের সুজাপুর গ্রামে। সেই আমাকে আপনার কথা বলে দিয়েছিল।

নিচে অনুসন্ধান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

অনুসন্ধান pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 1.02 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site