Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারঅদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড

অদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড

অদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড । ‘আমিও ঠিক বুঝতে পারছি না, রানা।’ অমনস্ক ভাবে তর্জনী দিয়ে বাম চোখের নীচটা চুলকালেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান। মেজর জেনারেল রাহাত খান। একটু যেন বিব্রত দেখাচ্ছে বৃদ্ধকে। এই অতি সাধারণ ব্যাপারে রানাকে বলতে বাধো বাধো ঠেকছে তাঁর, কিন্তু ওদিকে স্পষ্ট অনুভব করতে পারছেন যে ব্যাপারটা আপাত দৃষ্টিতে যাই মনে হোক না কেন, আসলে খুবই গুরুত্বপুর্ণ।

সাধারণ একজন সংবাদ বাহকের কাজ এটা নয়, কিন্তু রানাকে বোঝাবেন কি করে? রানা কেন, যে কোন এজেন্টই এই এ্যাসাইনমেণ্টের কথা শুনলে ক্ষেপে উঠবে। অথচ এদের কাউকে বুঝিয়ে বলবার মত তথ্য নেই ওঁর হাতে। ব্যাপারটা শুধুই অনুমান।

শুধু তাই নয়, এর মধ্যে আর কোন প্যাচ থাকারও সম্ভাবনা আছে। বি. সি. আইয়ের সেরা এজেন্টকে চেয়েছে দেবাশীষ, জানিয়েছে ও নিজে শত্রুপক্ষের শুটিং রেঞ্জে রয়েছে বলে কৌশলের আশ্রয় নিচ্ছে—কিন্তু ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেকথা জানায়নি। কাজটা বাংলাদেশের এজেন্টের পক্ষে কতখানি বিপদজনক, জানায়নি।

এই অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেন না বলেই গত দুইদিন ধরে অস্থির হয়ে রয়েছেন তিনি। শেষকালে রানাকে ডেকে সবটা ব্যাপার আলোচনা করবার দুল করে পেড়েছেন কথাটা। অথচ আজই কলকাতার গ্র্যাণ্ড হোটেলে দেখা করবার কথা রিপোর্টের জন্যে।

আরও দেখুনঃ
রক্তের রঙ pdf বই ডাউনলোড
বিদেশী গুপ্তচর ২ pdf বই ডাউনলোড

‘ছমাস আগে দেবাশীষ অনুরোধ করেছিল বেনাপোল বর্ডারে যেন ওর মালপত্র সার্চ করা না হয় তার ব্যবস্থা করতে—আমরা সেই ব্যবস্থা করে দিয়েছিলাম।’
‘চোরাচালানের ব্যাপার নাকি, স্যার?’

‘কি জানি। তবে যাই হোক ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ তাতে আমার কোন সন্দেহ নেই। নইলে এত গোপনীয়তার প্রয়োজন হত না ওর। বরাবরের মত মিশনের মাধ্যমে বা পোষ্টে পাঠিয়ে দিত কিম্বা নিজে এসে হাজির হত।

‘দেবাশীষ দত্ত কি আমাদের পে রোলে আচে, স্যার?’

‘না। ঠিক পে রোলে নেই। খুলনার বিরাট ব্যাবসায়ী ও। গত কয়েখ বছর ধরেই ও আমাদের অনিয়ীমত ভাবে তথ্য সরবরাহ করে আসছে। কিছু কিছু খুবই দামী তথ্য পেয়েছি আমরা ওর কাছ থেকে। ওর ব্যাপারে তন্নতন্ন ভাবে সিকিউরিটি চেক-আপ করা হয়েছে অত্যন্ত যত্নের সাথে।…’

নিচে অদৃশ্য শত্রু pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

অদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 4.23 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site