অঙ্ক ভাইয়া pdf বই ডাউনলোড । আমি মনে করি, গণিতের নানা অনুশীলনী আর সমস্যা সমাধানের কৌশল শেখানোর পাশাপাশি একজন গণিতশিক্ষকের একটা বিরাট দায়িত্ব হলো ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া। এবং তাদের কৌতুহলকে জাগ্রত রাখা।
কেউ যদি নিজের মতো করে গণিত সমাধান করতে চায়, সেটাকে নিবৃত্ত না করে বরং উৎসাহ দেওয়া। এই কাজগুলো অনেকেই করেন না। এইটা জেনে কী হবে, তুই কি বেশি বুঝিস, আগের ক্লাসের ওইটা পারিস যে এইটা জানতে চাস, সাহস কত যে উপপাদ্য নিজের ভাষায় লিখিস, আমি যেভাবে অঙ্ক করিয়েছি ওইভাবেই করবি, এমন অযৌক্তিক বাক্যগুলো এখানা শোনা যায় প্রায়ই।
এতে গণিত হয়ে ওঠে দুর্বোধ্য আর ভীতিকর। অথচ গণিত কী অপার আনন্দের একটা বিষয়! কত দারুণ সব চিন্তা আছে এর নানান শাখায়।
আমি জানি, গণিত নিয়ে ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন। ‘কেন এমন হয়’, ‘কেন অমন হলো না’, ‘এটা কোত্থেকে এল’, ‘ওটা জেনে লাভ কী’ – এমন দারুণ সব প্রশ্নের উত্তর দিতে গেলে নিজেরই জানা হয়ে যায় অনেক কিছু। কিচু প্রশ্ন তো রীতিমতো চ্যালেঞ্জিংও। এই প্রশ্নগুলো যখন আমরা মেরে ফেলি, আমরা হয়তো ধ্বংস করে দিই ভবিষ্যতের একজন শ্রেষ্ঠ গণিতবিদকে।
আরও দেখুনঃ লাল পাহাড় pdf বই ডাউনলোড সতর্ক শয়তান pdf বই ডাউনলোড
ভবিষ্যতের যে হতে পারতো বিজ্ঞানের মহিরুহ, তার বীজ হয়তো আমরা শেষ করে দিচ্ছি অঙ্কুরেই। এটা অন্যায়। ছোট্ট একটা প্রশ্ন কিংবা আপাততুচ্ছ একটা ভাবনাকেও হারিয়ে যেতে দিতে নেই। কারণ সেখান থেকেই একসময় জন্মাতে পারে গণিতের গভীর বিষয়গুলো প্রতি আগ্রহ ভালোবাসা।
গণিত নিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নগুলো কেমন এটা জানতে চেয়েছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে । আমার বন্ধু, ভক্তু, শুভানুধ্যায়ীদের কাছে। সেখানে চমৎকার সব প্রশ্ন এসেছে। চেষ্টা করেছি সাধ্যমতো অনেকগুলো উত্তর দিতে।
সেই উত্তরগুলোকে সংকরলন করে রাখার অভিপ্রায় থেকে এই বইয়ের শুরু। এই বইটা পড়া যাবে দুইভাবে। একটা ধারাবাহিক গল্প বলা হয়েছে কয়েকটা চরিত্রের বর্ণনায় – স্কুলের এক কঠিন মাস্টার, সেই স্কুলে পড়া চারজন শিক্ষার্থী আর বুয়েটপড়ুয়া একটা ছেলে যার গণিতের প্রতি অসীম ভালোবাসা। গল্প আকারে না পড়ে কেউ যদি সরাসরি প্রশ্নের উত্তর আকারে পড়তে চায়, সেটাও সম্ভব।
নিচে অঙ্ক ভাইয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আদর্শ প্রকাশনী বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 10.5 MB প্রকাশ সালঃ 2018 ইং বইয়ের লেখকঃ চমক হাসান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন