১০০ ভুতের ১০০ বাড়ী pdf বই ডাউনলোড । ভুতের চর্চা যারাঁ করেন, তারাঁ অনেকে বলে থাকেন যে বিদ্যুতের আলো আসার পর থেকেই ভুতরা বিদায় নিয়েছে। এউক্তি কিন্তু আপ্তবাক্য বলে মেনে নেওয়া কঠিন। এখনও কলকাতা বা অন্যান্য শহরে কিছু-কিছু বাড়িতে মাঝে-মাঝে যে-সব অপরিচিত অদৃশ্য আগন্তুকের উপদ্রব হয়। তারাঁ কিন্তু কেউ অজ্ঞাতকুলশীল নন।
তারাঁ আমাদের অতিপরিচিত ভূত। যতকাল আমরা আছি, ততকাল ওনারাও আছেন। এত ভঙ্গ বঙ্গদেশে ভগ্নগৃহের তো অভাব নেই। খোদ কালকাতা শহরেই বহু বাঙাচোরা বাড়ি আছে, যে-বাড়ির দিকে তাকালেই অনুমান করা যায় যে মানুষ ছাড়া আর সকলেরই সেটা আদর্শ বাসস্থান।
আরও বই দেখুনঃ
- অদ্ভুত যত ভুতের গল্প pdf বই ডাউনলোড
- মন ভাঙা পরি pdf বই ডাউনলোড
- চোখের সাধারণ সমস্যা ও ১০০ প্রশ্ন উত্তর
- পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প pdf বই ডাউনলোড
- বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী pdf বই ডাউনলোড
পথের উপর দাড়িঁয়ে সেইসব পোড়াবাড়ি সৌন্দর্য খুটিঁয়ে খুটিঁয়ে তৃপ্তির সঙ্গে নিরীক্ষণ করতে ভাল লাগে, কিন্তু তার অন্দরে পা ফেললেই অন্যরকম। সাহস বলে যে অহংটি আমাদের হৃদয়কন্দরে বসে অহরহ আস্ফালন করে, সে তখন হয় স্তব্ধ হয়ে যায়, নয়তো মুহুর্তে অন্তর্হিত হয়। এ ছাড়া সর্বাঙ্গ অকারণে ছমছশ বা শিরদাঁড় শিরশির করে উঠে।
ভুত কি কেবল বট আর পাকুড় গাছেই থাকে? ফাকাঁ মাঠ-ময়দানে, শ্মশানে-মশানে গভীর রাত্রে শুধু কি তারাই ঘুরে বেড়ায়? বাশঁবন আর ন্যাড়া বেলগাছই কি তাদের একমাত্র ঠিকানা? তাই যদি হয়, তাহলে ভাঙা, পুরনো, নির্জন পোড়ো বাড়িগুলোয় কারো থাকে? কারা ওই ছায়ামুর্তি, ঘরঘুট্টি অন্ধকার রাত্রে পরিত্যাক্ত পান্থশালায় রোজ খানাপিনার আসর বসায়?
জনমানবহীন ওই মস্ত বাংলোবাডির মধ্যে কারাই বা রাত্রিবেলা অমন অদ্ভুতভাবে নাচে, গায়, হাসাহাসি করে? আর ওই সুবেশ রাজপুরুষটিই বা কে? ঘোড়া থেকে নেমে ভাঙা রাজবাড়ির সামনে আসামাত্র ভয়ঙ্কর এক কঙ্কাল হয়ে যায়? এইসব সাতপাচ৭ ভাবতে-ভাবতেই এই বই।
ভুত আছি কি নেই, পোড়া বাড়িগুলো সত্যিই ভুতের নিবাস কি না, ভাঙা বাংলো আর সরাইখানাগুলোর দখল ভুতেরা নিয়েছে কি না সে তো গবেষণার ব্যাপার। ভূত-বিশেষজ্ঞরা তা করবেন। আমরা বরং এখন এই গা-ছমছমে গল্পগুলো পড়ে ফেলি, দেখি না ভূতগুলোকে চিনতে পারি কি না।
নিচে ১০০ ভুতের ১০০ বাড়ী এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নির্মল বুক এজেন্সী |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 45.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন