হৃৎকম্পন মাসুদ রানা pdf বই ডাউনলোড ওয়বাশ অ্যাভিন্যু আর মারশাল ফিল্ড অ্যাণ্ড কোম্পানির মাঝামাঝি একটু নিরালা এক গলির মুখে অবস্থিত হিলো বারে তৃতীয় দিনের মত প্রবেশ করল রানা। দুপুর গড়িয়ে গেছে, বার একদম ফাঁকা। বিল নামের কুস্তিগীর ধাঁচের বারটেনডার একাই আছে আজ, রেসের কাগজপত্র ঘেঁটে সময় কাটাচ্ছে। রানাকে দেখেই সে খিস্তি করে উঠল, ‘আবার এসেছ নাকি, নাগর?’
ইয়ার্কি গায়ে মাখল না রানা, হুইস্কির অর্ডার দিয়ে চুপচাপ দাড়িয়ে রইল। বেশ বিরক্তির সঙ্গে দায়িত্ব পালন করল বিল, কিন্তু দ্বিতীয়বার অর্ডার দিতেই সে দাঁত-মুখ খিঁচিয়ে উঠল, ‘দ্যাখ বাপু, বেশি বাড়াবাড়ি করবে না, আগেই বলে দিচ্ছি। কালকে সহ্য করেছি, আজ না। এই শেষবারের মত দিচ্ছি, আর এক ফোঁটাও পাবে না আজ। যেই না একটা মেয়েমানুষ তার জন্যে আবার এত!’
‘আমার সামনে ওর কথা তুলবে না,বিল,’ রানা বলল, ‘কুত্তীটাকে খুন করব আমি!’
‘ঠিক আছে, এখন চোপা বন্ধ কর। কালকের মত আবার প্যাচাল শুরু করেছ কি কপালে দুঃখ আছে তোমার, হ্যাঁ।’
বিল কাজে ব্যস্ত হতেই রান পাশের ঘরের টেলিফোন বুথে গিয়ে ঢুকল। ঘাড় ফিরিরে দেখল।বল তাকে লক্ষ্য করছে, কিন্তু কিছুই শুনতে পাবে না বুঝে সে জন রবসনের নাম্বারে ডায়াল করল। ওপাশ থেকে সাড়া আসতেই বলল, ‘মাসুদ রানা বলছি। মিঃ রবসন, কাজটা সারব আজকেই।’
আরও দেখুনঃ প্রতিদ্বন্দ্বী pdf বই ডাউনলোড প্রতিহিংসা pdf বই ডাউনলোড
‘খুব ভাল,’ তিনি বললেন, ‘তবে খুব নিখুঁতভাবে সারতে হবে কিন্তু। আর যে সার্জেন্ট তােমার নাম-ঠিকানা ইত্যাদি খাতায় লিখবে তাকে আমার নাম ও নাম্বার বলবে, আমাকে ডাকার জন্যে জেদাজেদি করবে। তা, তুমি কি সত্যিই মাতাল হয়েছ?’
‘মানে – মাতাল হওয়ার মত…টেনেছি বটে।’
‘ঠিক আচে। ভেরি গুড। পকেটে কাগজপত্র ঠিকঠাক আছে তো?’
‘আছে।’
‘এখন সবকিছু নির্ভর করছে তোমার ওপর।’
‘নিশ্চিন্ত থাকুন। হাসপাতালে দেখা হচ্ছে আপনার সাথে।’
বুথ থেখে বেরিয়ে এল রানা, ইচ্ছে করেই একটু টলতে টলতৈ গিয়ে দাঁড়াল বিলে সামনে।
‘মেয়েটা আবার খেলতে চোইছে নাকি হে?’ বিল কুৎসিত ভঙ্গি করে, ‘তা ভাল চীজের পাল্লাতেই পড়েছ!’
ঢকঢক করে পাত্রটি নিঃশেষ করল রানা, তারপর ইঙ্গিতে আরেক পাত্রের কথঅ জাানতেই বিল টেবিল থেকে বোতল সরিয়ে ফেলল।
নিচে হৃৎকম্পন মাসুদ রানা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 8.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন