হামজার খুনি pdf বই ডাউনলোড। হামজার খুনি pdf বই ডাউনলোড। উহুদের যুদ্ধে বিখ্যাত মুসলিম বীর হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা ইসলামি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। হামজা রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র ইসলামের আত্মোৎসর্গী বীর ছিলেন তাই নয়, তিনি ছিলেন রাসূল মুহাম্মদ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা। বয়সে দুজন প্রায় সমবয়সী ছিলেন। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছিলেন মক্কার আলো বাতাসে। এ কারণে দুজনের হৃদ্যতা ছিল চাচা-ভাতিজার সম্পর্কের চেয়েও বেশি কিছু।
রাসূল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখণ মক্কায় প্রথম প্রথম ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করেন, মক্কার পৌত্তলিকরা একযোগে ঝাঁপিয়ে পড়ে তারঁ ওপর । নির্যাতনের সকল পন্থায় তিনি এবং তারঁ অনুসারীদের জীবন অতিষ্ঠ করে তোলে। ঠিক এ সময়ে রাসূলের পাশে এসে দাড়াঁন মক্কার প্রভাবশালী ব্যক্তিত্ব।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শিশু বিশ্বকোষ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মক্কার পথ pdf বই ডাউনলোড
- হাদীসের আলোকে আদর্শ স্বামী pdf বই ডাউনলোড
- সাহসী মানুষের গল্প pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
হামজা রাদিয়াল্লাহু আনহু। শুধু পাশেই দাড়াঁলেন না, তিনি রাসূল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের সত্যায়ন করে কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধর্ম প্রচার ও প্রসারে নতুন করে উদ্দীপ্ত করে।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম অভয়াশ্রয় হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত তাঁকে নিদারুণ ব্যথিক করে। তিনি উহুদের প্রান্তরে হামজার লাশের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘোষণা করেন-হামজার হত্যাকারীকে কখনো ক্ষমা করা হবে না। যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে।
এই হত্যাকারীর নাম ছিল ওয়াহশি। মক্কার কুরাইশনেতা জুবাইর ইবনে মুতইমের ক্রীতদাস। দাসের জীবন নিয়ে অপদস্থ ওয়াহশি দাসত্ব থেকে মুক্তির জন্য ছিল বেপরোয়া। বদর যুদ্ধের পর তার মনিব জুবাইর এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সামনে এক লোভনীয় প্রস্তাব পেশ করে। আগামী যুদ্ধে যদি সে হামজাকে হত্যা করতে পারে তবে সে দাসত্ব থেকে মুক্তি পাবে এবং সঙ্গে পাবে আরও নানা অর্থ-সম্পদ। ওয়াহশি সে প্রস্তাব লুফে নেয় এবং উহুদের প্রান্তরে পেছনে থেকে বর্শা নিক্ষেপ করে হামজাকে হত্যা করে।
কিন্তু ওয়াহশির পরবর্তী জীবন কীভাবে কাটে? দাসত্বের জীবন থেকে মুক্ত হয়ে সে কি সুখী হয়েছিল? স্বাধীন মানুষ হিসেবে সে কি সত্যিকারভাবে স্বাধীনতা স্বাদ পেয়েছিল মক্কার মানুষের কাছে? তার প্রেমিকা, যার জন্য সে সবকিছু তুচ্ছ করতে পারতো, সে কি অবশেষে , একান্ত তার হয়েছিল? ওয়াহশি কি একদিনও ঘুমাতে পেরেছিল তৃপ্তির ঘুম? এসব প্রশ্নের উত্তর নিয়ে রচিত দারুণ এক কাহিনী কাব্য নাজিব কিলানির বিখ্যাত উপন্যাস কাতিলু হামজা।
নিচে হামজার খুনি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | নবপ্রকাশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.05 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নাজিব কিলানী |
অনুবাদকঃ | নাজমুল হক সাকিব |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।