13.2 C
London
Thursday, May 25, 2023
Homeউপন্যাসহাজার বছর ধরে pdf বই ডাউনলোড

হাজার বছর ধরে pdf বই ডাউনলোড

Date:

Related Book

সেপালকার ইন লাভ pdf বই ডাউনলোড

সেপালকার ইন লাভ pdf বই ডাউনলোড| বৈরুত। নামটা ফিনিশিয়দের...

সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড

সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড। আমি আপনার প্রতি...

হামজার খুনি pdf বই ডাউনলোড

হামজার খুনি pdf বই ডাউনলোড। হামজার খুনি pdf বই...

রমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড

রমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড। প্রাচীনকাল থেকেই মুজতাহিদগণ উক্ত...

রমজান মাস pdf বই ডাউনলোড

রমজান মাস pdf বই ডাউনলোড। রমজান মাস মহাসম্মানিত মহাপবিত্র...

হাজার বছর ধরে pdf বই ডাউনলোড । মস্ত বড় অজগরের মতো সড়কটা এঁকেবেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝখান দিয়ে।

মোগলাই সড়ক।
লোকে বলে, মোগল বাদশাহ আওরঙ্গজেবেরে হাতে ধরা পড়বার ভয়ে শাহ সুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিলো তখন যাবারা পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরী করে গিয়েছিলো এই সড়ক।

দু-পাশে তার অসংখ্য বটগাছ। অসংখ্য শাখা-প্রশাখা বিস্তার করে সগর্বে দাড়িয়ে রয়েছে সেই দীর্ঘকাল ধরে। ওরা এই সড়কের চিরন্তর প্রহরী।

কুমিল্লা থেকে চট্টগ্রাম।
চট্টগ্রাম থেকে কুমিল্লা।
মাঝে মাঝে ধানক্ষেত সরে গেছে দূরে। দু-ধারে শুধু অফুরন্ত জলাভূমি। অথৈ পানি। শেওলা আর বাদাবন ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগুনতি শাপলা ফুল।

ভোর হতে আশেপাশের গাঁয়ের ছেলে-বুড়োরা ছুটে আসে এখানে। একবুক পানিতে নেমে শাপলা তোলে ওরা। হৈ-হুল্লোড় আর মারামারি করে কুৎসিত গাল দেয় একে অন্যকে। বাজারে দর আছে শাপলার। এক আঁটি চার পয়সা করে।

কিন্তু এমনও অনেকে এখানে শাপলা তুলতে আসে, বাজারে বিক্রি করে পয়সা রোজগার করা যাদের ইচ্ছে নয়।
মন্তু আর টুনি ওদেরই দলে।
ওরা আসে ধল-পহরের আগে, যখন পুব আকাশে শুকতারা ওঠে। তার ইযৎ আলোয় পথ চিনে নিয়ে চুপিচুপি আসে ওরা। রাতের শিশিরে ভেজা ঘাসের বিছানা মাড়িয়ে ওরা আসে ধীরে ধীরে। টুনি ডাঙায় দাঁড়িয়ে থাকে।
মন্তু নেমে যায় পানিতে।
তারপর, অনেকগুলো শাপলা তুলে নিযে, অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখান থেকে সরে পড়ে ওরা।

আরও দেখুনঃ
বনলতা সেন কবিতা pdf বই ডাউনলোড
গোঁসাইবাগানের ভূত pdf বই ডাউনলোড

পরীর দীঘির পারে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয়। শাপলার গায়ে লেগে – থাকা আঁশগুলো বেছে পরিষ্কার করে।
মন্তু বলে, বুড়া যদি জানে তোমারে আমারে মাইরা ফালাইবো।
টুনি বলে, ইস, বুড়ার নাক কাইটা দিমু না।
নাক কাইটলে বুড়া যদি মইরা যায়।
মইরলে তো বাঁচি। বলে ফিক করে হেসে দেয় টুনি। বলে, পাখির মতো উইড়া আমি বাপের বাড়ি চইলা যামু। বলে আবার হাসে সে, সে হাসি আশ্চর্য এক সুর তুলে পরীর দীঘির চার পাড়ে।

এ দীঘি এককালে এখানে ছিলো না। আশেপাশের গাঁয়ের ছেলে-বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে-মুখে বলে দেয় এ দীঘির ইতিহাস। কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে। কেউ শুনেছে তার বাবার কাছ থেকে।

নিচে হাজার বছর ধরে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

হাজার বছর ধরে pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 3.57 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ জহির রায়হান

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

Category

Last 7 Days Popular

Show Social Site
Hide Social Site