সাগর সঙ্গম pdf বই ডাউনলোড । নানান সাইজের টপ সিক্রেট মার্কা মারা একগাদা ফাইলের মধ্যে ডুবে বসে আছের রানা মতিঝিল কমার্শিয়াল এরিয়ার একটি প্রাসাদোপম বাড়ির ছয়তলায়, নিজ অফিস কামরায়। আর উত্তরোত্তর বিরক্ত হয়ে উঠছে মনে মনে। অসহিষ্ণুভাবে উল্টে যচ্ছে সে পাতার পর পাতা। আরও ঝাড়া একটি ঘণ্টা লাঙ্গল চালাতে হবে তাকে এই সব শুকনো, নীরস, কাঠখোট্টা ফাইলের মধ্যে। রুটিন ওয়ার্ক। করতেই হবে।
জাহেদ, সলীল, নাসের-তিনজনই বাইরে। নাসেরের খবর পাওয়া গিয়েছে, বেঁচে আছে, সুইস সরকারের তত্ত্বাবধানে জেনেভার এক হাসাপাতালে অরোগ্যলাভ করছে সে কাজ সমাধা করে। আর দু’জনের কোন খবর নেই। সবাই আছে ওরা কজের মধ্যে। আর রানা? মাছি মারছে সে ঢাকায় বসে। কোনও কাজ নেই। তাছাড়া ওরা কেউ একজন না ফিরলে ওকে দেশের বাইরে পাঠানো যাবে না। হাতের ফাইলটা বন্ধ করে আউট লেখা ট্রেতে ফেলল রানা ঝপাৎ করে। তারপর চেয়ারে হেলান দিয়ে সিলিং ফ্যানের দিকে চাইল।
এপ্রিলের গরম ফ্যানের হাওয়ায় কাটছে না। থেকে থেকেই ঘেমে উঠছে হাতের তালু। সর্বাঙ্গে একটা চটচটে ভাব। বিচ্ছিরি। পাশের ঘরে খটাখট টাইপ করে চলেছে নাসরীন রেহানা রানার ইস্তাম্বুল অ্যাসাইনমেন্টের বিস্তারিত রিপোর্ট। গত সাতদিন ধরে অবিরাম খাটছে বেচারী নিষ্ঠার সঙ্গে।
আরও দেখুনঃ শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড উত্তরাধিকার pdf বই ডাউনলোড
বিরাট বাড়ি বিকেলের দিকে কেমন যেন নিঝ্ঝুম, নিস্তব্ধ হয়ে যায়ূ। নিচের তলার দপ্তরগুলো তালা মেরে দিয়ে একে একে চেল যায় ভাড়াটেরা। হঠাৎ শূন্য ফাঁকা মনে হয় রানার। মনে হয়, একসময় থাকবে না সে পৃথিবীতে, কিন্তু এই বিশাল বাড়টিা থাকবে। এই কামরায় বসে অন্য কেউ একজন অনুভব করবে এই নির্জন নিস্তব্ধতা।
সত্যি, ক’দিন বাঁচবে সে? আর সাত বছর পর বিপজ্জনক কাজ থেকে সরিয়ে ডেস্ক-ওয়ার্ক দেয় হবে ওকে। কিন্তু এই সাত বছর কি পারবে সে টিকে থাকতে? সাত বছর মানে কমপক্ষে সাত দু’গুণে চোদ্দটা ভয়ঙ্কর আ্যাসাইনমেন্ট। একুশটাও হতে পারে। টেকার সম্ভানা কম। তাই টাকা জমায় না সে কখনও। যে-কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে ওর। যত কম.পারা যায় তত কম টাকা ব্যাঙ্কে রেখে মারা যেতে চায় সে। রাঙার মাকে নমিনি করে পঞ্চাশ হাজার টাকার লাইফ ইনশিওরেন্স করিয়েছে আজ বছর চারেক
নিচে সাগর সঙ্গম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 5.74 MB প্রকাশ সালঃ 1967 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন