সলোমনের গুপ্তধন pdf বই ডাউনলোড । ভয়াবহ সেই অভিযানের কথা ভাবলে আজও আতঙ্কে হাত-পা হিম হয়ে আসে আমার । অবিশ্বাস্য সেই কাহিনীই শোনাব এখন ।
জাতে আমি লেখক নই, শিকারি । ইংরেজ,বাস করি দক্ষিণ আফ্রিকার ডারবানে । নাম অ্যালান কোয়াটারমেইন। ষাট পেড়িয়েছি এই কিছুদিন আগে । জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছি আফ্রিকায়,ব্যবসা, শিকার, যুদ্ধ এবং খনিতে কাজ করে।
পঁয়ষট্টিটা সিংহ মেরেছি মোটামুটি নিরাপদে । ছেষট্টি নম্বারটা মারতে গিয়েই ঘটল অঘটন । জায়গামত গুলি লাগাতে পারলাম না । ঝাঁপিয়ে এসে পড়ল আমার ওপর । জোর কামড় বসাল বাঁ পায়ে । হাড় ভেঙে দিল । জোড়া লেগেছে বটে, কিন্তু সামান্য খুঁড়িয়ে হাঁটতে হয় । ডাক্তার বলেছেন, জীবনের বাকি দিনগুলো এরকম খোঁড়া হয়েই থাকব ।
কোন কথা থেকে কোন কথায় এসে পরলাম। হ্যাঁ, যে কাহিনী বলব বলে কলম ধরেছি । আঠারো মাস আগের ঘটনা । সে সময়ই পরিচয় হয়েছিল স্যার হেনরি কার্টিস আর ক্যাপ্টেন গুড এর সঙ্গে। হাতি শিকারে গিয়েছিলাম সেবার । চলে গিয়েছিলাম অনেক দূরে একেবারে বামাংওয়াটো ছাড়িয়ে । কি জানি কি হয়েছিল, সবকিছুই প্রতিকূলে যেতে লাগল । শেষ পযন্ত জ্বরে পরলাম। এপর আর শিকার করা যায় নি । হাতির দাঁত যা সংগ্রহ করতে পেরেছিলাম, নিয়ে ফিরে এলাম কেপ টাউনে । বেশি দর কষাকষি না করে বেচে দিলাম সব দাঁত ।
দিন সাতেক কাটালাম কেপ টাউন ।
আরও দেখুনঃ আই লাভ ইউ, ম্যান ১ pdf বই ডাউনলোড হাইজ্যাক pdf বই ডাউনলোড
একটু সুস্থ হতেই ঠিক করলাম, ডারবানে ফিরে যাব । ইংল্যান্ড থেকে আসবে এডিনবার্গ ক্যাসল জাহাজ । ওটা থেকে যাত্রী নিয়ে ডানকেল্ড জাহাজ যাবে ডারবানে । বন্দরেই অপেক্ষা করতে লাগলাম । সেদিন বিকেলে এসে পৌছাল জাহাজ।
যাত্রীদের মাঝে দু`জন আমার দৃষ্টি আকর্ষণ করল । একজনের বয়েস তিরিশ মত হবে । যেমন লম্বা তেমনি চওড়া । বিশাল বুকের ছাতি। শরীরের তুলনায় লম্বা দুই হাত । মাথায় সোনালি চুলের বোঝা, দাড়ির রঙও সোনালি। গভীর চক্ষু কোটরে বিশাল বাদামী দুই চোখ । প্যাসেঞ্জার লিষ্টে চোখ বুলিয়ে জাণলাম ওর নাম স্যার হেনরি কাটির্স ।
নিচে সলোমনের গুপ্তধন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 4.92 MB প্রকাশ সালঃ 1993 ইং বইয়ের লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদঃ রাকিব হাসান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন