সবাই গেছে বনে pdf বই ডাউনলোড । আকাশের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়।
অবিকল দেশের মত মেঘ করেছে। চারদিক অন্ধকার করে একটু পরেই যেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল। আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নস্টালজিক মেঘ।
অ্যান্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগুচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়াল, সরু গলায় বললো, এখনো বাড়ি যাও নি? প্রচণ্ড থান্ডার স্টর্ম হবে। ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে।
কফি খেয়েই রওনা হব।
লিফট চাও? লিফট দিতে পারি।
না লিফট চাই না।
এ অঞ্চলে ঝড় বৃষ্টি বড় একটা হয় না। সে জন্যেই সম্ভবত লোকজনদের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইক এন্ডে এ রকম থাকে না কখনো। মেয়েরা সেজে-গুজে বসে থাকে। ছেলেরা আসে ডেটের কথা পাকাপাকি করতে।
আনিস কফির পেয়ালা নিয়ে বাঁ দিকে এগিয়ে গেল। কফি হাউসের শেষ মাথায় চার পাঁচটি ছোট ছোট ঘর আছে। তিন নম্বর ঘরটি আনিসের খুব প্রিয়। দারুণ ভিড়ের সময়ও সেটি ফাঁকা থাকে। আজ পুরো ক্যিফ হাউস ফাঁকা কিন্তু সেখানে একজন বুড়ি বসে আছে।
আরও দেখুনঃ সকল কাঁটা ধন্য করে pdf বই ডাউনলোড আমি একজন সেলসম্যান pdf বই ডাউনলোড
আমি কি এখানে বসতে পারি?
বুড়ি সম্ভবত ঘুমুচ্ছিল। আনিসের কথঅয় নড়েচড়ে বসলো।
নিশ্চয়। নিশ্চয়।
বসার পরই আনিসের মনে হলকাজটি ভাল হয় নি। আমেরিকান বুড়িগুলো কথা না বলে থাকতে পারে না। ভ্যাজর ভ্যাজর করে দশ মিনিটের মধ্যে মাথা ধরিয়ে দেয়।
তুমি ইন্ডিয়ান নিশ্চয়ই?
না আমি ইন্ডিয়ান নই।
তুমি কি মালয়েশিয়ান?
না আমি বাংলাদেশী।
সেটি কোথায়?
ইন্ডিয়া বার্মার মাঝামাঝি একটা ছোট দেশ।
কত ছোট?
বেশ ছোট। নর্থ ডেকোটার অর্ধেক হবে।
বুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লঅগলো আনিসকে। দম ফুরিয়ে গেছে নিশ্চয়। বিশ্রাম নিয়ে আবার শুরু করবে।
তুমি কি শুনছো সিভিয়ার থান্ডার স্টর্ম হবে। স্পেশাল বুলেটিন দিচ্ছে দুপুর থেকে।
হ্যাঁ শুনেছি। খুবই খারপ ওয়েদার।
নিচে সবাই গেছে বনে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ এডভেঞ্চার বইয়ের সাইজঃ 5.52 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন