সকলের জন্য পদার্থবিদ্যা অণু পরমাণু pdf বই ডাউনলোড । আমাদের চারপাশের জগৎ কি দিয়ে তৈরী? আমরা এই প্রশ্নের প্রথম যে উত্তর পাই তার উৎপত্তি ২৫০০ বছরেরও বেশি আগে প্রাচীন গ্রিস দেশে।
প্রথম দৃষ্টিতে উত্তরগুলো আমাদের কাছে আশ্চর্যজনক বলে মনে হবে এবং প্রাচীন ঋঝিদের বক্তব্যের যৌক্তিকতা পাঠকদের কাছে ব্যাখ্যা করতে হবেল প্রয়োজন হবে দিস্তে দিস্তে কাগজ খরচ করার যেমন – থেলিজ (Thales) ঘোষণা করেছিলেন সবকিছুর উপাদানই জল।
অন্যাকসিম্যান্ডর (anaximander) বলেছিলেন বিশ্বজগৎ বায়ু তেকে সৃষ্ট আবার হেরাক্লিটস (Heraclitus) মনে করতেন সব কিছুর উৎপত্তি হয়েছে আগুন থেকে। এইসব ব্যাখ্যার অসামঞ্জস্যতার জন্যে পরবর্তীকালে “জ্ঞানের পূজারিরা” (এইভাবেই Philosopher শব্দটি অনূদিত হয়) বাধ্য হয়েছিলেন মৌলিক উপাদানের সংখ্যা অর্থাৎ প্রাচীন অর্থে মৌলের সংখ্যা বাড়াতে।
এমপেডক্লিজ (Empedocles) ঘোষণা করলেন সর্বমোট চারটি মৌলের উপস্থিতির কথাঃ মাটি, জল, বাতাস এবং আগুন। এই সব অনুমানে শেষ সংশোধন আনলেন অ্যারিস্টটল (Aristotle)।
অ্যারিস্টটলের মতে, সব বস্তুই একটিমাত্র উপাদানে গঠিত, কিন্ত এই উপাদান বিভিন্ন গুন অর্জন করতে পারে। এই ধরনের অবস্ত মৌলের সংখ্যা চারঃ শীতল, উষ্ণ, আর্দ্র এবং শুষ্ক। জোড়বন্দী অবস্থায় কোন বস্তুতে আরোপিত হলে অ্যারিস্টটলের মৌলগুলোই এমেপেডক্লিজের মৌলগুলোকে উৎপন্ন করে। যেমন শুষ্ক এবং শীতল বস্তু থেকে মাটি; শুষ্ক এবং উষ্ণ থেকে আগুন; আর্দ্র এবং শীতল থেকে জল এবং পরিশেষে আর্দ্র এবং উষ্ণ বস্তু থেকে বাতাস।
আরও দেখুনঃ মোবাইল ফটোগ্রাফি সাদমান সাদিক pdf বই ডাউনলোড অ পদার্থবিজ্ঞান pdf বই ডাউনলোড Class 7 Math Solution guide 2021 pdf বই download থিংক অ্যান্ড গ্রো রিচ pdf বই ডাউনলোড গণিতশাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড সকলের জন্য পদার্থবিদ্যা ভৌতবস্তু pdf বই ডাউনলোড
তবু কতগুলো প্রশ্নের উপযুক্ত উত্তর দেয়ার ক্ষেত্রে অসুবিধে দেখা দেয়ায় প্রাচীন দার্শনিকরা এই চারটি মৌলের সঙ্গে এক অতিরিক্ত ‘স্বর্গীয় অতিসত্তা’ যোগ করেন। এই অতিসত্তাকে এমন একজন ঈশ্বর-পাচক ভাবা চলে যার কাজ বিভিন্ন মৌলকে একসঙ্গে পাক করা। নিঃসন্দেহে সৃষ্টিকর্তার দোহাই দিয়ে যে কোন রকম সন্দেহজনক ব্যাপারকে ব্যাখা করা চলে।
কিন্তু বহুদিন প্রায় আষ্টাদশ শতক যাবৎ কেউই সন্দিহান হয়ে এ সম্পর্কে প্রশ্ন তুলতে সাহস পায়নি। অ্যারিস্টটলের মতামতগুলোকে গীর্জা স্বাগত জানাতো এবং এর যথার্থতা সম্পর্কে যে কোনো সন্দেহকে অসিদ্ধ বলে গণ্য করতো।
নিচে সকলের জন্য পদার্থবিদ্যা অণু পরমাণু pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | অনুপম প্রকাশনী |
বইয়ের ধরণঃ | বিজ্ঞান |
বইয়ের সাইজঃ | 7.62 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ল. লানদাউ |
অনুবাদঃ | কে.পি সরকার |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন