শয়তান যেভাবে ধোঁকা দেয় pdf বই ডাউনলোড। জেনে রাখা উচিত-নবীগণ যথেষ্ট বয়ান করেছেন এবং সকল ব্যাধির উপশমযোগ্য ঔষধ ও ব্যবস্থাপত্র দিয়েছেন। সকল নবী তাওহিদের সরল ও সঠিক পথের ব্যাপারে একমত ছিলেন। এতে বিন্দুমাত্র মতানৈক্যের ছিটেফোঁটাও ছিল না। কিন্তু ইবলিস শয়তান এসে নবীদের সেই পূর্নাঙ্গ ও যথেষ্ট বিবরণের সাথে কিছু বিভ্রান্তি ও সন্দেহযুক্ত কথাবার্তা ছড়ায়।
বিশুদ্ধ ঔষধ ও ব্যবস্থাপত্রের সাথে বিষ মিশ্রন করে এবং সুস্পষ্ট পথের দুধারে বিভ্রান্তকারী ফুটপাথ সংযুক্ত করে দেয়। এভাবে সে মানুষের বিবেক-বুদ্ধির সাথে মেতে ওঠে উন্মাত্ত খেলায়। এরই ধারাবাহিকতায় সে প্রাক ইসলামিক যুগে অর্থাৎ জাহিলিয়াতের যুগে তাদেরকে নির্বুদ্ধিতার নিকৃষ্ট ও নিন্দনীয় বিভিন্ন ধর্ম ও মতবাদে বিভ্রান্ত করার প্রয়াস পায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
ফলে পবিত্র কাবা শরিফে পর্যন্ত এরা মুর্তিপূজা করতে থাকে। বাহিরা, সারেবা, হাম ও উসিলাকে হারাম সাব্যস্ত করে। সদ্যভূমিষ্ট কন্যাসন্তানকে জীবিত কবরস্থ করতে ভালোবাসে এবং তাদের মতো দুর্বলদেরকে উত্তরাধিকার সম্পত্তির অধিকার হতে বঞ্চিত করে। এ জাতীয় বহু ভ্রান্তি ও কুসংস্কারের ব্যাপারে ইবলিস তাদের নজরে শুশোভিত করে তোলে।
ঠিক এমন সময়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ধরায় প্রেরণ করেন। তিনি এসেই এমন ভ্রান্তি ও কুসংস্কার দুরীকরনে সচেষ্ট হন। অন্যদিকে ভালো, উত্তম ও উন্নত বিষয়গুলো শরিয়ত হিসেবে সাব্যস্ত করেন।
সে মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ সাহাবায়ে কেরাম রা. ও তৎপরবর্তীরা শরিয়তের আলোয় আলোকিত হয়ে চিরশত্রু শয়তানের ফাঁদ ও ধোকাঁ হতে সুরক্ষিত থেকে সঠিক পথে চলতে থাকেন। দিনের আলোর মতো উজ্জ্বল এসব ব্যস্তিরা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলে বিশ্বজুড়ে ধেয়ে আসে নিকষ কালো অন্ধকার। আবারও মানুষ মনের খেয়াল-খুশিমতো জীবনযাপন করতে থাকে।
শরিয়তের সেই সুরক্ষিত সরল ও সঠিক পথ হারিয়ে বক্র ও ভয়াল পথে পা বাড়ায়। ফলে বহু লোক সঠিক দীন থেকে বিচ্যুত হয়ে পৃথক পৃথক সম্প্রদায়ের উন্মোষ ঘটায়। এটা জানা কথা যে, অজ্ঞতা ও নিকষ অন্ধকারে চতুর্দিক ছেয়ে গেলে ইবলিস মানুষের মনে আস্তানা গেড়ে[ নানাবিধ ফন্দি-ফাটল। ও ধোঁকা দিতে শুরু করে।
নিচে শয়তান যেভাবে ধোঁকা দেয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল আরকাম |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 69.10 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | ইবনুল জাওযী রহ. |
অনুবাদকঃ | মুফতি আবু সাআদ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।