Friday, October 17, 2025
Homeউপন্যাসশীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড । সাহেবরা বলে লাঞ্ছ, কেরানিরা বলে টিফিন। সে যাই হোক, ঠিক দুপুরবেলা একটু আলগা সময় পাওয়া যায়। এই সময়টা বসে শশা, ছোলা সেদ্ধ আর টোস্টা খাওয়া ছাড়া আর কোনও কাঝ থাকে না লীনার। তার সিট ছেড়ে যাওয়ার উপায় নেই। সাহেবের সেক্রেটারি হওয়ার অনেক ঝামেলা। বেশিক্ষণ দূরে, আউট অফ েইয়ারশট থাকার নিয়শ নেই সব সময়েই একটা কাঁটাওয়ালা চেয়অরে বসে থাকার মতো।

লীনা ঘড়ি দেখে টিফিন টাই শুরু হয়েছে বুঝতে পেরে সবে তার স্টেনলেস স্টিলের টিফিন-বাক্সটা খুলেছে, এমন সময় ইন্টারকম বাজল।

সাহেবের গলা, একটু আসুন তো।

লীনা উঠে সুইং ডোর খুলে ঢুকল। সাহেবের ঘরটা বিশাল বড়। দেয়াল থেকে দেয়াল অবধি মেজে জোড়া নরম মেজেন্টা রঙের কার্পেট। ইংরিজি এল অক্ষরের ছাঁদে মস্ত একটা টেবিল। ওপাশে গাঢ় সবুজ রঙের বড় রিভলভিং চেয়ার।

আরও দেখুনঃ
বউ চুরি pdf বই ডাউনলোড
ভুল করার পর pdf বই ডাউনলোড

কিন্তু সাহেব অর্থাৎ বিবির রায় অর্থাৎ কোম্পানির একনম্বর ইলেকট্রনিক ম্যাজিশিয়ান এবং দু’নম্বর টপ বস চেয়ারে বসা অবস্থায় নেই রোগা, কালো, মোটামুটি ছোটখাটো চেহারার অস্থিরচিত্ত লোকটি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে চেয়ে আছেন।

বাইরে বিশেষ কিছু দেখার নেই। এয়ার কন্ডিশনের জন্য কাচে আঁটা জানালা। ওপাশে একটা সরু রাস্তার পরিসর, তারপর আবার বাড়ি। বাড়ির আর বাড়িতে চারদিক কণ্টকিত এই মিডলটন স্ট্রিটে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে থাকার মানেই হয় না।

ইয়েস স্যার।
ববি রায় ফিরে তাকালেন। সকাল থেকেই এই অবধি বার চারেক দেখা হয়েছে।চারবারের কোনওবারই মুখে মেঘ ছিল না। এখন আছে। ববি রায় হচ্ছেন সেই মানুষ, যাঁকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে তাঁর কাজ, তাঁর কম্পিউটার ও অন্যান্য অত্যাশ্চর্য যন্ত্রপাতি। তিনি এতই খ্যাতিমান যে তাঁকে একবার লন্ডন থেকে একরকম কিডন্যাপ করে ইজরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।

তাঁকে যেতে আমেরিকা থেকে শুরু করে চিন-জাপান অবধি। কখনও শিখতে, কখনও শেখাতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ববির রায় নিশ্চয়িই কোম্পানির কাছ থেকে বছরে কয়েক লক্ষ টাকা বেতন বাবদ পান, আরও কয়েক লক্ষ টাকা কোম্পানি হাসিমুখে বহন করে ট্যুর বাবদ। ববি রায় বোধহয় আজও ভেবৈ ঠিক করতে পারেননি যে, এত টাকা দিয়ে তিনি প্রকৃতই কী করবেন।

নিচে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড

প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 2.38 MB
প্রকাশ সালঃ 2015 ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site