শিশু পালন pdf বই ডাউনলোড । শিশু জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিস্ময়; কারণ একক তাহা হইতেই জগৎ গড়িয়া উঠিয়াছে। এই গঠনকাজে সে হয় এক জন পুরুষ, না হয় একজন স্ত্রী। আর আমাদের পৃথিবীর সুখ-দুঃখ, সৌভাগ্য ও দুর্ভাগ্য মোটামুটি ভাবে এই গঠনকাজের সফলতা ও নিষ্ফলতার উপরেই নির্ভর করে।
পূর্ব পুরুষ হইতে স্বভাবতঃপ্রাপ্ত কি কি এবং কি কি নহে! পূর্ব পুরুষ হইতে স্বভাবতঃ প্রাপ্ত কি কি ? নিম্নলিখিত বিষয়গুলি পূর্ব্ব পুরুষ হইতে স্বভাবতঃ প্রাপ্ত:-
আরও দেখুনঃ লাল পাহাড় pdf বই ডাউনলোড সতর্ক শয়তান pdf বই ডাউনলোড
- শারীরিক লক্ষণ:- যেমন , নাসিকার দীর্ঘতা, দন্তের আকার, চক্ষু ও চুলের বর্ণ , কোক্ড়ান চুল বা সোজা চুল, লম্বা আঙ্গুল বা খাট আঙ্গুল, দেহের ও অস্থির স্বাভাবিক গঠন, দেহের বর্ণ; এই সকল বৈশিষ্ট্য লইয়া দেহের গঠন সাধিত হয় ।
- মানসিক গুণ:- যেমন, বুদ্ধির প্রখরতা ও স্থুলতা, মানসিক দক্ষতা প্রতিকুল বা অনুকুল মানসিক গুণরাজি, স্বাভাবিক দূরদর্শিতা এবং বিচার-শক্তি ও কোন নির্দ্দিষ্ট বিম্বয়-প্রবণতা ।
- প্রকৃতিগত লক্ষণ :- যেমন , চিন্তশীলতা কিংবা অমনোযোগিতা অসর্তকতা কিংবা সাবধানতা, উত্তেজনা বা শিথিলতা, হঠাৎ রাগ, বাক্প্রবণতা, স্বাভাবিক অনুভূতি সম্পন্নতা, প্রফুল্লতা , ও বিষণ্নতা।
- দৈহিক কার্য্য ক্ষমতার ধরণ ও পবণতা:- যেমন, পরিপাক তৎপরতা , ক্ষয় ও পরিপূরণ ক্রিয়ার ক্ষিপ্রতা , সাবালকত্বের ক্রমবিকাশ।
- বিভিন্ন অঙ্গে সবলতা ও দুর্ব্বলতার প্রতি প্রবণতা:- যেমন , কোন অঙ্গের ব্যবহার জনিত ক্ষয় সহ্য করিবার ক্ষমতা , বা রোগ প্রতিরোধক ক্ষমতা ।
- স্নায়বিক শক্তি সঞ্চয় বা স্নায়বিক ব্যাঙ্কের হিসাব :- শারীরিক ও মানসিক সকল ব্যাপারে কোন কোন লোকের স্নায়বিক শক্তি অন্য অপেক্ষা প্রবল ।
- স্নায়ুর প্রকৃতি ও বৈশিষ্ট্য :- ব্যক্তিগত মানসিক গঠনে ও কোন কোন অবস্থায় বিশেষ প্রতিক্রিয়ায় ইহা দেখা যায়। ব্যধি কি পূর্ব্ব পুরুষ হইতে স্বভাবতঃ প্রাপ্ত? — যে ব্যক্তির বক্ষস্থল স্বভাবতঃ চেপ্টা ও অপ্রশস্ত তাহার যক্ষাবীজাণু প্রতিরোধ করিবার শক্তি অল্পই , থাকে, এ জন্য সে ঐ রোগে সহজে আক্রান্ত হইয়া পড়ে। পুত্রের কৃশ দেহ ও অপ্রশস্ত বক্ষ পিতা হইতে স্বভাবতঃ প্রাপ্ত, কিন্তু যক্ষাব্যাধি পিতা হইতে স্বভাবতঃ প্রাপ্ত নহে। সন্তানের গ্রহণ করিবার ক্ষমতা বংশগত, কিন্তু ব্যাধি বংশগত নহে।
নিচে শিশু পালন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ এ্যাডভেন্টিষ্ট বইয়ের ধরণঃ চিকিৎসা বই বইয়ের সাইজঃ 37.3 MB প্রকাশ সালঃ 1981 ইং বইয়ের লেখকঃ বেলি উড কমষ্টক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন