শিশুর পরিচর্যা pdf বই ডাউনলোড । প্রতিটি স্তন্যপায়ী প্রাণীর দুধ এমনভাবে তৈরী যে জন্মের পরপর তার সন্তানের প্রাথমিকভাবে প্রতিকুল অবস্থায় বেঁচে থাকার জন্য তা সহায়ক। তাই মানব শিশুরও সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন মায়ের দুধ।
মায়ের দুধ খাওয়া শিশুর জন্মগত অধিকার। শিশুর জন্য মায়ের দুধ সর্বোত্তম। এর কোন বিকল্প নেই। মায়ের দুধ
শিশুকে শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে গড়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করে।
সংক্রামক ব্যধি ও এলার্জি হওয়া থেকে রক্ষা করে – তাই ডায়ারিয়া, নিউমোনিয়া যেমন কম হয় তেমনি একজিমা, এজমা না হওয়ার সম্ভাবনাই বেশি;
সহজেই হজম হয়
সহজে খাওয়ানো যায়।
বিশেষত মা ও সন্তানের সম্পর্ক গভীর না হলে শিশু নিরাপত্ত হীনতায় ভোগে এবং পিতা মাতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রায়ই অস্বাভাবিক কাজে লিপ্ত হয়। জন্মের পর মায়ের দুধ খাওয়ার মাধ্যমেই শুরু হয় শিশুর নিরাপত্তা বোধ। তাই যে শিশু মায়ের দুধ খায়নি তার ব্যক্তিব্ব বিকাশ বাধা প্রাপ্ত হয়। এ পুস্তিকা অনুরণ করলে পিতা-মাতা ও সন্তানের মাঝে সুসম্পর্ক গড়ে উঠার অন্তরায় গুলি দুর করা সম্ভব হবে বলে আশা করি।
আরও দেখুনঃ মানসিক রোগ ও সাইকোথেরাপি pdf বই ডাউনলোড রেপার্টরী শেখার নতুন কৌশল pdf বই ডাউনলোড
শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য
- শিশুর জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে।
- চার থেকে ছয়মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে।
- দিন কিংবা রাত – যখনই শিশু ক্ষুদার্থ হবে তখনই শিশুকে বুকের দুধ খেতে দিতে হবে।
- শিশু অথবা মায়ের অসুস্থতার সময়েও শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে।
- চার থেকে ছয়মাস বয়সে শিশুর অতিরিক্ত পুষ্টি চাহিদা মিটানোর জন্য যখন নতুন খাবার সংযোজন করা হয় তখনও বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।
- দুধের বোতল এবং চুষনি জাতীয় জিনিস যা শিশুকে সান্তনা দেয় তা পরিহার করতে হবে।
- শিশুর স্বাস্থ্যের বিকাশের জন্য মায়ের দুধ সর্বোত্তম। তাই মাকেও পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে।
সুন্দর ও সুস্থ চোখের জন্য শিশুকে বুকের দুধ খাওয়ান। এবং প্রতিদিন অবশ্যই আপনার শিশু যেন রান্না করা সবুজ শাক-সবজি, পালং, লাল শাক ইত্যাদি এবং হলুদ ফলমূল- পেঁপে ও আম এগুলো খায়। যা পুষ্টির অভাবে অন্ধ হওয়া থেকে বাঁচাবে।
নিচে শিশুর পরিচর্যা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শারমিন মনজুর বইয়ের ধরণঃ চিকিৎসা বই বইয়ের সাইজঃ 1.15 MB প্রকাশ সালঃ 1989 ইং বইয়ের লেখকঃ ডাঃ মনজুর হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now