লোটা কম্বল pdf বই ডাউনলোড। এ আমার আত্মজীবনী নয় তবে আত্মজীবনীর মত করে লেখা অসংলগ্ন প্রলাপ। বস্তু আছে কিনা জানি না তবে বাস্তব কিছু থাকতে পারে। পৃথিবীতে অনেকেই অনেক কিছু করতে আসে। আমার স্কুলের প্রধান শিক্ষা মশাই ক্লাসে এসে প্রায়-ই বলতেন, ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আচঁড় রেখে যা। স্বামী বিবেকানন্দ, যুগাবতার রামকৃষ্ণ, রামমোহন, বিদ্যাসাগর, হুড়হুড় করে একগাদা নাম উচ্ছারণ করতে করতে রবীন্দ্রনাথে এসে স্তব্ধ হয়ে যেতেন।
চোখ ছলছলে হয়ে উঠত। তারপর চটাক করে সেই চটাক ভেঙ্গে শেষ বেনচের কোণের দিকে বসে থাকা শম্ভু সাতরার দিকে কটমট করে তাকিয়ে বলতেন, অ্যায়, উঠে দাড়াঁ। শম্ভ কলের পুতুলের মত উঠে দাড়াতঁ। ইংরেজী কর, রামেরা দুই ভাই।
আরও বই দেখুনঃ
- বোতল ভূত pdf বই ডাউনলোড
- কোথাও কেউ নেই pdf বই ডাউনলোড
- দ্বিতীয় অনুভূতি pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- চাঁদের আলোয় কয়েকজন যুবক pdf বই ডাউনলোড
শম্ভু বার কতক রাম নাম করে চেত্তা খাওয়া ঘুড়ির মত একপাশে কেতরে পড়ত। সেই বয়েসেই বুঝেছিলাম, ত্রেতায় রাম নামের যথেষ্ট পাওয়ার থাকলেও কলির শেষপাদে একেবারেই শক্তিহীন; কারণ এর পরেই হেডমাস্টার মশাই শম্ভুর পিঠে লিকলিকে বেত দিয়ে সপাসর আচড়ঁ কাটতে শুরু করেছেন। এরপর ওই রাম তার যোগ্য ভ্রাতাকে নিয়ে।
ইংরেজী হবার জন্যে ঘুরে ঘুরে আমাদের সকলের কাছেই আসছে আর আমরা যথারীতি বেত্রাহত হয়ে আচঁড়কাটা মহাপুরুষ না হয়ে আচঁড় খাওয়া মানব সন্তান হয়ে নেতিয়ে নেতিয়ে পড়ছি। একটি প্রশ্ন এবং পর্যায়ক্রমে ক্লাসের বড়, ছোট, দামড়া ষাটজন মনুষ্যশাবককে পেটাতে পেটাতেই সময় কাবার হয়ে যেত।
টেবলের ওপর বেত ফেলে দিয়ে হেডমাস্টারমশাই কোঁচার খোটেঁ চশমার কাচ মুছতে শুছতে দিনের শেষ কথাটি বলতেন, তুমি যখন এসেছিলে, তখন তুমি কেদেঁছিল জগৎ হেসেছিল, তুমি যখন যাবে হাসতে হাসতে যাবে, আর সারা জগৎ তোমার জন্য কাদঁবে।
পাঞ্জাবির পকেট থেকে দুটি বাতাসা বের কের তিনি মুখে ফেলতে না ফেলতেই স্কুলের দারোয়ান এসে বেত, ডাস্টার আর মোটা ডিকশনারিটা তুলে নিয়ে চলে যেত। কাধেঁ চাদর ফেলে আমাদের প্রধান শিক্ষক উচুঁ প্ল্যাটফর্ম থেকে সাবধানে নেমে আসতেন, তারপর আপন মনে আচঁড় কেটেঁ যা, আচঁয় কেটে যা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে যেতেন।
নিচে লোটা কম্বল এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 126 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সঞ্জীদ চট্টোপধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন