লাল মানব pdf বই ডাউনলোড । ২৭১৮ সাল। পৃথিবীর উপরিপৃষ্ঠের অনেক নিচে ভূ-গর্ভের অভ্যন্তরে হিমিন নামের এক রোবট ষড়যন্ত্রমূলক ভাবে সৃষ্টি করে লাল মানবদের। মানুষের মোত দেখতে লাল মানবদের অর্পদিনে সে পৃথিবীর উপরিপৃষ্ঠে বসবাসরত সত্যিকারের মানুষদের বিরুদ্ধে খেপিয়ে তুলে।
শুরু হয় লাল মানব আর মানুষের মধ্যেকার বিভীষিকাময় যুদ্ধ। একে একে ধ্বংস হতে থাকে মানব সমাজ। নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে মানব সভ্যতা। মানব জাতির এরকম বিপর্যয় দেকে কুটিল হাসি হাসে রোবট হিমিস। সে তো এরকমই চাচ্ছিল!
পৃথিবীর প্রায় সবকিছু এখন তার হাতের মুঠোয়। সে হতে চলেছে পৃথিবীর হর্তাকর্তা মানুষের নিয়ন্ত্রক!
এদিকে পৃথিবীর বিজ্ঞানীরাও বসে নেই। তারা একটা পর একটা পরিকল্পনা করতে থাকে হিমিসকে ধ্বংসের জন্য। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হতে থাকে। একসময় বুঝতে পারে অথি ধূর্ত আর চালাক রোবট হিমিসকে এত সহজে ধ্বংস করা যাবে না। হিমিসকে ধ্বংস করতে হলে তাদের প্রয়োজন হবে লাল মানবদের।
লাল মানব
কিন্তু লাল মানবেরা কি পৃথিবীর মানুষকে সাহায্য করবে? না করবে না। কারণ লাল মানবেরা তো হিমিসের পক্ষের, হিমিসের হুকুমের দাস। সেক্ষেত্রে কি হিমিস সত্যি পৃথিবী দখল করে নেবে? আধিপত্র বিস্তার করবে মানুষের উপর? আর মানুষ হয়ে পড়বে রোবটের দাস।
আরও দেখুনঃ বাবলি pdf বই ডাউনলোড রম্য সমগ্রং pdf বই ডাউনলোড
পৃথিবীর উপরিপৃষ্ঠের অনেক নিচে একটি ভূগর্ভস্থ বিশেষ হলরুমে জড়ো হয়েছে লাল মানবেরা। হলরুমের সারি সারি চেয়ারে বসে আছে তারা। সবার মধ্যে উত্তেজনা। কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের চিরশত্রু একজন মানুষকে তাদের সামনে হত্যা করা হবে। এরকম হত্যাকান্ডে তারা সত্যি আনন্দিত হয়। আনন্দের কারণও আছে। এই মানুষেরাই তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। কেড়ে নিয়ে ছে জীবনের সকল সুখ-স্বাচ্ছন্দ্য। এমন কি মানুষেরা তাদের মাঝে মাঝে খেতে পর্যন্ত দেয় না।
আর অত্যাচার নিপীড়ন তো আছেই। তাদের সৃষ্টিকর্তা রোবট হিমিসকে পর্যন্ত নানাভাবে নির্যাতন করে মানুষেরা। অত্যাচার নিপীড়ন তো আছেই। তাদের সৃষ্টিকর্তা রোবট হিমিসকে পর্যন্ত নানাভাবে নির্যাতন করে মানুষেরা। অত্যাচার করে এখানকার সকল রোবটদের, যারা তাদের বাঁচিয়ে রেখেছে।
হিমিস মাঝে মাঝে তাদেরকে মানুষের অত্যাচার আর নিপীড়নের কথা বলে, বলে মানুষের নিষ্ঠুরতা আর বর্বরতার কথা, এমন কী মানুষ কর্তৃক মানুষকে হত্যা করার কথা। যে প্রাণীরা নিজেরাই নিজেদের হত্যা করে তাদের থেকে নিষ্ঠুর আর নির্মম কে হতে পারে?
নিচে লাল মানব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সায়েন্স-ফিকশন বইয়ের সাইজঃ 2.09 MB প্রকাশ সালঃ 2011 ইং বইয়ের লেখকঃ মোশতাক আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন