লাল পাহাড় pdf বই ডাউনলোড । ‘গ্লা চি লাগে!’ বিড় বিড় কের উচ্চারণ করল বুড়োটা। অর্থাৎ, বলতে চায়, মারা যাচ্ছে সে, আজই ওর মৃত্যুদনি।
রানা হাঁটছে তো হাঁটছেই। সমুদ্রের দেখা নেই। মাটির পাহাড়ের গা ধেঁঘে কখনও উঁচু কখনৈা সরু পায়ে চলা পথ। মাথঅর উপর আকাশ দেখা যায় না। ঘন অরণ্যের মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে সাগরের দিকে একটানা এগিয়ে চলেছে সে দ্রুতপায়ে—পিঠের উপর মুমূর্ষূ বুড়োটা। হাতে রাইফেল, কাঁধে ঝোলানো পানির ফ্লাস্ক।
হিমছড়ির সেই বিখ্যাত জলপ্রপাতটার কাছাকাছি কোথাও সমুদ্রের ধারে পৌঁছানো যাবে জানে রানা। কিন্তু ততক্ষণে? কাঁধের বোঝাটার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে দশগুণ। রীতিমত হাঁফাচ্ছে রানা, কুলকুল করে ঘাম নামছে জুলফি বেয়ে। মাঝে মাঝেই ঘাড় ফিরিয়ে চাইছে পেছন দিকে—বাঘটার কথা ভোলেনি সে এক মুহূর্তও। সন্ধে হতে বেশি দেরি নেই আর।
বাঘ মারতেই এসেছিল সে এ দিকটা আজ।
আরও দেখুনঃ বিদায় রানা pdf বই ডাউনলোড আক্রমণ pdf বই ডাউনলোড
এক হপ্তার আগে কিছুতেই স্মৃতি ফিরে পেতে রাজি হয়ীন শিরিন কাওসার। আসলে শয়তানী। ওর বোন হাস্না কাওসার নিরাপদে বি.সি.আই. হেডকোয়ার্টারে পৌঁছে গেছে জেনে নিশ্চিন্ত হয়ে আরও কটা দিন স্মৃতিভ্রষ্টার অভিনয় করে রানার সঙ্গ উপভোগ করতে চায় পাজি মেয়েটা। এক সপ্তাহের ছুটি নিয়ে তাই কক্সবাজারে খান ভিলা ছেড়ে ওকে নিয়ে চলে এসেছে রানা রামুতে, ডি.আই.জি. আখতারুজ্জামানের বাড়িতে, বাঘ মারার নিমন্ত্রণ রক্ষা করতে।
পাঁচদিনন কেটে গেছে হৈ-হুল্লোড় আর গল্প-গুজবে—বাঘের দেখা নেই। হঠাৎ খবর এসেছে আজ সকালে, বাঘ দেখা দিয়েছে। এক জায়গায় নয়–দুই জায়গায়। রামুর উত্তরে মারা পড়েছে একটা ছাগল, হিমছড়ির দিকে মারা একটা গলয়ঘঅল জাামনা শিকার পাগল। আসফ খানও। তিনজন একসঙ্গে ছাগল-মারা বাঘকে ঘায়রল করতে উত্তরে যাবে, স্থির কলল জামান। সারাদিন,. দরকার হলে সারারাত মাচার ওপর বসে অপেক্ষা করা হবে।
কিন্তু রাজি হয় না রানা। মাচাঅয় বসে নিরাপদ শিকারের পক্ষপাততী নয় সে। ওর বক্তব্য: যেহেতু শিকার ব্যাপারটা িএকটা খেলা, প্রতিপক্ষকেও সুযোগ দিতে হবে প্রতিযোগিতার। বিপদের গন্ধ না থাকলে কি মজা শিকারে? শিকার করতে হয়, মাটিতে দাঁড়িয়ে শিকার করব।
নিচে লাল পাহাড় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 8.25 MB প্রকাশ সালঃ 1977 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন