রাণুর প্রথম ভাগ pdf বই ডাউনলোড। নাম তনু সাত-সাত জায়গায় মেয়ে দেখিয়া ফিরিল; কিন্তু পছন্দ আর হইল না। সবগুলিই জবুথবু হইয়া সামনে আসিয়া বসে; হাজার চেষ্টা করিলেও ভাল করিয়া দেখা হয় না, সেইজন্য হাজার সুন্দর হইলেও মনে কেমন একটু খুঁত থাকিয়া যায়।
সন্দেহ হয়, আচ্ছা, এ যে ছোখটা কোনমতেই বড় করিয়া চাহিল না, নিশ্চয়ই কোনও দোষ আছে; ওরঁ ষে খোপাঁর এত ধুম, ওইখানেই গলদ নাই তো? ইত্যাদি। নাহক এই সাত ঘাটের জল খাইয়া রামতনু বুঝিল, কন্যামননের এ প্রশস্ত উপায় নহে।
আরও বই দেখুনঃ
- যোগবলে রোগ আরোগ্য pdf বই ডাউনলোড
- বিচারক pdf বই ডাউনলোড
- মরণের পারে pdf বই ডাউনলোড
- ঠাকুরমার ঝুলি pdf বই ডাউনলোড
- গণিত নিয়ে মজার খেলা pdf বই ডাউনলোড
একটা প্রশস্ত উপায় মনে মনে ঠাওরাইবার চেষ্টা করিতেছিল, এমন সময় বউদিধির মুখে একদিন শুনিল, তাহাঁর সম্পর্কে এক পিসীর কন্যা সম্প্রতি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সহিত পাসদিয়া জলপানি পাইয়াছে। রামতনু বেগরা এতদিন বেশির ভাগ পাড়াগেঁয়ে পুটী-খেঁদীদেরই সন্ধান করিয়া ফিরিতেছিল, সুতরাং এখন খবর পাইয়া এই সুশিক্ষিত যুবতী রত্নটির জন্য তাহার হৃদয় একেবারে পিপাসিত হইয়া উঠিল।
দেখা নাই, বুঝা নাই এইরূপ হইল কি করিয়া ইত্যাকার সন্দেহ যদি কাহারও মনে উদয় হয় তো কৈফিয়ৎ এই মাত্র দেওয়া যায় যে, প্রেম সব সময় চোখে দেখার তোয়াক্কা রাখে না হৃদয় -মরুভূমে আপনার খেয়ালমতই গজাইয়া উঠে। তাই, বউদিদি সংবাদটি দিতে, একটু অশোভন হইলেও রামতনু প্রথমেই জিজ্ঞাসা করিয়া বসিল, কত বয়স তারঁ দেখতে কেমন?
বউদিদি ইহাতে তাচ্ছিল্যের সহিত মুখটা ঘুরাইয়া বলিলেন, পোড়া কপাল, তোমার বুঝি অমনই নোলায় জল এল? পুরুষের সঙ্গে টেক্কা দিয়ে পাস করে, সে মেয়ের আবার ফিয়ে! গলায় দড়ি জোটে না? কোন দিন বা কাছা-কোঁচা এঁটে পুরুষের সঙ্গে আপিসে বেরুবে! রামতনু বেজায় অপ্রতিভ হইয়া পড়িল। বুঝিল, কথাগুলো বড় অসাময়িক হইয়া পড়িয়াছে।
বয়স এবং চেহারার সহিত পাস দিবাস বিশেষ সম্বন্ধ সে নিজেই তেমন খুঁজিয়অ পাইল না। কথাগুলো তাহার মনের আকস্মিক উন্মাদনার খবরই বাহিরে প্রকাশ করিয়া দিয়াছে। সামলাইবার চেষ্টা করিয়া বলিল, না গো না, সে কথা নয়, কত বয়সে পাস দিয়েছে তোমার গিয়ে, ষোল বছরের কমে অর্থাৎ কিনা বউদিধি হাসিয়া ফেলিলেন।
নিচে রাণুর প্রথম ভাগ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রঞ্জন পাবলিশিং হাউস |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 7.10 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন