রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নি pdf বই । তৃষ্ণার্ত ছফঅ এগিয়ে চলল আরও সামনের দিকে। বেলিফুলের সৌরভ তার আশেপাশে। হাঁটতে হাঁটতেই চারপাশটা দেখে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে, িএমন একটি মুখ খুঁজে বেড়াচ্ছে যেটা তার আধো-ঘোর আর আধো-জাগরণের মাঝে দুলছে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে।
তুমি যে খেলার সাথী
সে তোমারে চায়।
তাহারি সোনার তান
তোমাতে জাগায় গান,,,
সামনেই দেখতে পেল বিশাল বটবৃক্ষের নীচে জড়ো হওয়া মানুষের দল। লাল-সাদার সমারোহ। তবলার বোল। করতালের টুং টাং। হারমোনিয়ামের বিভ্রান্তিকর স্বর! সঙ্গীতের মূর্ছনা গ্রাস করে নিয়েছে চারপাশ। হাজার হাজর নারী পুরুষ ঘাসের উপরে বসে কয়েকশো নারী পুরুষের সমবতে কণ্ঠের গান শুনছে।
এসো হে প্রবল
কলকল ছলছল…
বৈশাখের প্রথম দিনে নুরে ছলা আবারও ধন্দে পড়ে গেলো। একে একে দেখতে লাগলো সবাইকে। তার মন বলছে, এই ভিড়ের মধ্যে সে আছে। কিন্তু তার যুক্তিবুদ্ধি তাতে সায় দিচ্ছে না।
বিগত তিন বছর ধরে হন্যে হয়ে খুঁজে যাচ্ছে একটু মুখ। যেখানেই যায়, যখনই সুযোগ পায়, এই একটা মুখই খোঁজে। গতকাল রাতে হুট করে তার মনে পড়ে যায়, পরদিন পহেলা বৈশাখ। ঢাকার বৈশাখ মানেই ছায়ানট। রমনার বটমূল। সুরে সুরে রবীন্দ্রনাথের আমন্ত্রণ সঙ্গীতঃ এসো হে বৈশাখ, এসো এসো!
আমি আসলেই রবীন্দ্রনাথের ভক্ত। সেই ছোটোবেলা থেকে। আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত… আমাকেও শিখিয়েছিল। ছায়ানটের প্রথমদিকে ছাত্র ছিলাম আমি। ৬২-তে যখন পাকিস্তানী শাসকগোষ্ঠীর চোখ রাঙানি উপেক্ষা করে রবীন্দ্র জন্মশতবার্ষীকি উদযাপন করা হল, সেই ঐতিহাসিক অনুষ্ঠানে অনেকের সঙ্গে আমিও ছিলাম।
আরও উপন্যাস বিষয়ক বই দেখুনঃ
- নি pdf বই ডাউনলোড
- হিমুর দ্বিতীয় প্রহর pdf বই ডাউনলোড
- বিজ্ঞান রান্নাঘরে জাদুঘরে pdf বই ডাউনলোড
- আসমানীরা তিন বোন pdf বই ডাউনলোড
- ম্যাজিক মুনশি pdf বই ডাউনলোড
- ব্ল্যাকহোল pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
কথাগুলো ছফার মস্তিষ্কে অনুরণিত হতে থাকে তখন। তার অন্তরাত্মা বলে ওঠে, সে আসবে। নিদেন পক্ষে, আসার সম্ভাবনা আছে।
গতরাতে উত্তেজনার চোটে ঠিকমতো ঘুমাতেও পারেনি, ভোর হতেই বিছানা ছেড়েছে সে, ছুটে এসেছে এখানে- রমনার এই সবুজ চত্বরে।
নুরে ছফা এমন একটি মুখ খুঁজে বেড়াচ্ছে, যে মুখটি তার নিজেরই কাছেই ঘোলাটে, অস্পষ্ট। হাজার হাজার মানুষের ভিড়ে সেই মুখটি খুঁজে বের করা রীতিমতো পাগলামি বলেই মনে হচ্ছে এখন।
ঘন্টাখানেক পর কোলাহল থেকে সরে গিয়ে একটা সিগারেট ধরাল সে। মিষ্টি রোদ এখন মাথার তালুতে আঁচ দিচ্ছে, বিদ্ধ করছে দুচোখ। পায়ের নীচে ঘাসগুলো হাজার হাজর পদভারে পিষ্ট হচ্ছে। সবুজ চত্বরটি এখন লাল-সাদা-নীল-হলুদ রঙে ছেয়ে গেছে।
নিচে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | অভিযান পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 82.9 MB |
প্রকাশ সালঃ | 2019 |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ নাজিম উদ্দিন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন