Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চাররত্নদ্বীপ, কুউউ pdf বই ডাউনলোড

রত্নদ্বীপ, কুউউ pdf বই ডাউনলোড

রত্নদ্বীপ, কুউউ pdf বই ডাউনলোড । ধীরে ধীরে দু’হাত মাথার উপর তুলল মাসুদ রানা। আড়মোড়া ভেঙে হাই তুলবার জন্যে নয়—রেডিও রূমে ঢুকেই ঠিক চার হাত দূরে সোজা তার বুকের দিকে তাক করে ধরা ল্যুগার পিস্তলটা দেখে। ভয়ে।

রেডিও অপারেটারের টেবিলের উপর রাখা পিস্তল ধরা হাতটা স্থির, নিষ্কম্প। টেবিল ল্যাম্পটা এদিকে ফেরানো, তাই পিস্তল ধরা হাতের কব্জি পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, কিনউত লোকটির চেহারা দেখা যাচ্ছে না ভালমত। আবছা একটা ছায়ামূর্তি যেন বসে আছে চেয়ারে, ঢাহর করা যায়। মাথাটা একটু কতহ হয়ে আছে একদিকে। নিষ্পলম চোখের সাদা অংশে ম্লান আলোর সামান্য প্রতিফলন।

পিস্তলটার উপর ফিরে এল রানার দৃষ্টি। একচুলও নড়েনি। লোলুপ দৃষ্টিতে রানার হৃৎপিণ্ড লক্ষ্য করছে যেন সেটা। নাইন মিলিমিটার ক্যালিবারের হৃৎপিণ্ড ভেদ কের বেরিয়ে যাবে, রেডিও রূমের খোলা দরজা দিয়ে বেরিয়ে ডেক ছাড়িয়ে চলে যাবে আরও দুইশো গজ, তারপর ক্লান্ত অবসন্ন রক্তাক্ত দেহে টুপে করে তলিয়ে যাবে অন্ধকার সমুদ্রের অতলে। এত কাছে থেকে মিস হওয়ার কোন উপায় নেই। কাজেই কোন চালাকি নয়। নিজেকে যতখানি সম্ভব শান্তিপ্রিয় নিরীহ লোক বলে প্রতিপন্ন করাবার চেষ্টা করা দরকার।

আরও দেখুনঃ
মূল্য এককোটি টাকা মাত্র pdf বই ডাউনলোড
নীল আতঙ্ক pdf বই ডাউনলোড

একটি কথাও বললনা পিস্তলধারী। নড়ল না একচুলও। দু’পাটি দাঁত দেখতে পাচ্ছে রানা এখন। পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে সে রানার দিকে। অশুভ একটা ছায়া চড়ল রানার মনের উপর। বঝল, মৃত্যুর ঠিক সামনা সামনি দাঁড়িয়ে আছে সে এখন। রানার পরিচয় নিশ্চয়ই অজানা নেই লোকটির সাঁতার কেটে এই জাহাজে এসে উঠবে কেন সে? চুপি চুপি চোরের মত রেডিও রূমে এসে ঢুকবেই বা কেন?

এতএব? মৃত্যু? হত্যা করা হবে ওকেও আর দু’জনের মত?

হাসি, পিস্তল, পলকহীন দৃষ্টি, মাথাটা একটু কাত করে রাখার ভঙ্গি—সবটা মিলে কেমন যেন অস্বাভাবিক ও ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অপরিসর এই কেবিনটার মধ্যে। কোথায় যেন একটু ভুল আছে। মৃত্যুর গন্ধ পাচ্ছে রানা। অবাস্তব, ভৌতিক লাগছে ওর কাছে লোকটা রীরব উপস্থিতি।

শিরশির করে ভয়ের একটা ঠাণ্ডা স্রোত উঠে এল রানার শিরদাঁড়া বেয়ে ঘাড়ের কাছে।

নিচে রত্নদ্বীপ, কুউউ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রত্নদ্বীপ, কুউউ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 11.8 MB
প্রকাশ সালঃ 1968 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site