যোগবলে রোগ আরোগ্য pdf বই ডাউনলোড । যোগবিদ্যা জ্ঞানরূপী বেদসমুদ্রেরই একটি রত্ন । ‘যোগ’ শব্দের অর্থ জীবাত্মার সহিত পরমাত্মার যোগ বা মিলন , ভক্ত ও ভগবোনের মিলন । সুতরাং সৃষ্টির নাগপাশ হইতে মুক্ত হইয়া আত্মাস্বরূপ আস্বাদন অর্থাৎ পরমাত্মার মাঝে অবগাহনের সাধনার নামই যোগ ।
আমাদের দেশের যোগশাস্ত্র দুইটি ধারায় বিভক্ত । একটি ধারার নাম রাজযোগ , আর একটি হঠযোগ । রাজযোগ বিস্তৃত বিবরণ আছে পাতঞ্জল যোগদর্শনে । পাতঞ্জল দর্শন চারটি পাদ বা অধ্যায়ে বিভক্ত –সমাধিপদ , সাধনপাদ, বিভুতিপাদ ও কৈবল্যপাদ ।
যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ– চিত্তবৃত্তি নিরুদ্ধ হইলে মন-বুদ্ধি স্থির ও শান্ত হইয়া সমাধি অবস্থা লাভ করিলে তবেই আত্মসাক্ষাৎকার সম্ভব । সাধককে সমাধি অবস্থা লাভ করিতে হইলে যত রকম বাধাবিঘ্নের সহিত সংগ্রাম করিতে হয় তাহার বিবরণ পাই আমরা এই সমাধিপাদে । সাধনপাদে পাই আমরা সাধনার বিবরণ ।
আরও দেখুনঃ ডায়মণ্ড বিউটি গাইড pdf বই ডাউনলোড চোখের সাধারণ সমস্যা ও ১০০ প্রশ্ন উত্তর
ইচ্ছা করিলেই চিত্তবৃত্তি নিরোধ করা যায় না । যম, নিয়ম, আসন , প্রাণায়াম, প্রত্যাহার , ধারণা , থ্যান প্রভৃতি সাধনার অঙ্গ । এই সব আত্মশুদ্ধির সাধনায় , মনঃশুদ্ধির সাধনায় সিদ্ধ না হইলে আত্মসাক্ষাৎকার হয় না । সাধনার দ্বারা মনকে বশ করেতে পারিলে আমরা বহুবিধ অলৌকিক শক্তির অধিকারী হইতে পারি। সৃষ্টি রহস্য জানিতে পারি । ইচ্ছামত এই জগৎ ত্যাগ করিয়া অন্যান্য ।
ঊর্ধ্বলোকে বিচরণ করিতে পারি, ইচ্ছামত অদৃশ্য হইতে পারি , অপরের মনোভাব জানিতে পারি । এইরূপ বহুবিধ অলৌকিক শক্তি আয়ত্ত করার প্রণালী আছে এই বিভুতিপাদে । মন-বুদ্ধির রাজ্য অতিক্রম করিয়া আত্মস্বরূপে অবস্থিতি , ভাগবতস্বরূপে অবস্থিতির প্রণালী বর্ণিত হইয়াছে কৈবল্যপাদে । সুতরাং রাজযোগ বিশেষভাবে জোর দিয়াছে মনঃশুদ্ধির উপর ।
কিন্তু হঠযোগ বিশেষভাবে জোর দিয়াছে দেহ শুদ্ধির উপর । দেহশুদ্ধির সাধনায় সিদ্ধ না হইলে মনঃশুদ্ধি হয় না-ইহাই হঠযোগের অভিমত । ‘শরীরমাদ্যং খলু ধর্মসাধনম্’–শরীরই সাধনার ভিত্তিভূমি । এই ভিত্তিভূমি যদি সুদৃঢ় হয় , তবেই এই ভিত্তির উপর উচ্চস্তরের জীবনসৌধ , দিব্য জীবনের আকাশচুম্বী সৌধ গড়িয়া তোলা সম্ভবপর ।
নিচে যোগবলে রোগ আরোগ্য pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ উমাচল প্রকাশনী বইয়ের ধরণঃ চিকিৎসা বইয়ের সাইজঃ 11.9 MB প্রকাশ সালঃ 1949 ইং বইয়ের লেখকঃ স্বামী শিবানন্দ সরস্বতী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন