যারা ভোর এনেছিল pdf বই ডাউনলোড । এক ছিল ব্যাঙ্গমা। আরেক ছিল ব্যাঙ্গমি। একটা আমগাছের ডালে ছিল তাদের বাস।
ওই আমগাছটা কোথায় ছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোথায়?
পূর্ব পাকিস্তানে।
শেখ মুজিব অবশ্য কখনোই পর পাকিস্তান শব্দটা উচ্চারণ করতে চাইতেন না। ১৯৪৭-এর পরও তাঁর জন্মভূমিকে তিনি ডাকতেন পূর্ব বাংলা বলে। বিশ শতকের ষাটের দশকের শেষের দিকে তিনি এর নাম দিয়েছিলেন বাংলা দেশ। আসলে, ইংরেজ শাসনের অবসানের পর, পাকিস্তানের পূর্ব অংশটাকে বহুদিন পূর্ব পাকিস্তান নাম দেওয়াও হয়নি, এটা পূর্ব বাংলা বলেই পরিচিত ছিল। তারপর যাখন এর নাম সরকারিভাবে পূর্ব পাকিস্তান রাখার উদ্যোগ নেওয়া হয়, শেখ মুজিব এর প্রতিবাদ করেছিলেন। পাকিস্তান গণপরিষদে তিনি বলেছিলেন, স্যার, আপনি দেখবেন, ওরা পূর্ব বাংলা নামের পরিবর্তে ‘পূর্ব পাকিস্তান’ নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে আপনারা এটাকে বাংলা বলে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছে ঐতিহ্য।
ঢাকা বিশ্ববিদ্যালেয়ের কলা ভবনের সামনের খোলা চত্বরে ছিল আমগাছটা। এই আমগাছের ছায়াতলে সমবেত হয়েছিল ঢাকার স্কুল-কলেজের শিক্ষর্থীরা। সেখান থেকে রাষ্ট্রভাষঅ হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার দাবিতে সরকারের নিষেধাজ্ঞা ভেঙে তারা বেরিয়ে পড়েছিল মিছিল নিয়ে।
আরও দেখুনঃ আলো অন্ধকারে যাই pdf বই ডাউনলোড আমারও একটা প্রেমকাহিনি আছে pdf বই ডাউনলোড
আমাদের এই গল্পে ওই আমগাছের গুরুত্ব অবশ্য সে কারণে নয়।
সেই গাছে বসে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি মনের খেয়ালে নিজেদের মধ্যে কথা বলছিল।
ব্যাঙ্গমি বলে, ‘ওগো শুনতেছ!’
ব্যাঙ্গমা তখন আমের ডালে তার ঠোঁট ঘষছিল। আরামে তার চোখ বুজে আসছিল। চোখ না খুলেই সে বেল, ‘শুনতেছি।’
ব্যাঙ্গমি বলে, ‘আচ্ছ, কও তো, এই সব স্কুল-কলেজের ছেলেমেয়েরা এসে এইখানে আমাদের বাসার নিচে মিটিং করে, মিছির করে, বায়ান্ন সালে মিছির করতে গিয়া তো শেষে কয়ঝন পুলিশের গুলিতে মারাও গেল। এই সব কইরা কোনো লাভ আছে?
ব্যাঙ্গমা চোখ খুলে, ‘হ, লাভ আছে না! আছে।’
‘কী লাভ?’
ব্যাঙ্গমা বলে, ‘এই যে তুমি আমার সাথে এই নিয়া কথা কইতেছ। এইটাই তো লাভ।’
ব্যাঙ্গমি ঠোঁট বাঁকিয়ে পুচ্ছ নাচিয়ে বলে, ‘ইশ। আমি বুঝি কথা কই না। সারাক্ষণ তো আমিই কথা কই। তুমি তো খালি…’
নিচে যারা ভোর এনেছিল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রথমা প্রকাশন বইয়ের ধরণঃ মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সাইজঃ 6.62 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now