মোহন রায়ের বাঁশি pdf বই ডাউনলোড। ময়নাগড়ের দিঘির ধারে সন্ধেবেলায় চুপটি করে বসে আছে বটেশ্বর । চোখে জল, হাতে একখানা বাশিঁ। পুবধারে মস্ত পূর্ণিমার চাদঁ গাছপালা ভেঙে ঠেলে উঠবার চেষ্টা করছে। দিঘির দক্ষিণ দিককার নিবিড় জঙ্গল পেরিয়ে দখিনা বাতাস এসে দিঘির জলে স্নান করে শীতল সমীরণে পরিণত হয়ে জলে হিলিবিলি কাপঁন তলে, বটেশ্বরের মিলিটারি গোফঁ ছুয়ে বাড়িবাড়ি ছুটে যাচ্ছে। চাদঁ দেখে দক্ষিণের জঙ্গল থেকে শেয়ালেরা ক্যা হুয়া, ক্যা হুয়া বলে হিন্দিতে পরস্পরকে প্রশ্ন করছে।
বেলগাছ থেকে একটা প্যাচাঁ জানান দিল হাম হ্যায়, হাম হ্যায়। বটেশ্বর একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের বাশিঁটার দিকে তাকাল। বহুকালের পুরনো মস্ত বাশিঁ গায়ে রূপের পাত বসানো, তাতে ফুলকারি নকশা। দিনতিনেক আগে সকালবেলায় ঝোলা কাধেঁ একটা লোক এসে হাজির। পরণে লুঙ্গি, গায়ে ঢলঢলে জামা, মুখে দাড়িগোঁফের জঙ্গল, মাথায় ঝাঁকড়া চুল।
আরও বই দেখুনঃ
- ছুটি pdf বই ডাউনলোড
- দিঘির জলে কার ছায়া গো pdf বই ডাউনলোড
- পথের পাঁচালি pdf বই ডাউনলোড
- দূরবীন pdf বই ডাউনলোড
- বিষ্ফোরণ pdf বই ডাউনলোড
রোগাভোগা চেহারার লোকটা বলল, কোনও রাজবাড়ির কিছু জিনিস সে নিলামে কিনেছে, আর সেগুলোই বাড়িবাড়ি ঘুরে বিক্রি করছে। পুরনো আমলের রূপের টাকা, জরিবসানো চামড়ার খাপে ছোট্ট ছুরি, অচল পকেট পেতলের দোয়াতদানি, পাশা খেলার ছক, হাতির দাতেঁর পুতুর, এরকম বিস্তর জিনিস ছিল তার সঙ্গে আর ছিল এই বাশিঁটা।
বটেশ্বর জীবনে কখনও বাশিঁ বাজায়নি, তবে বাজানোর শখটা ছিল। লোকটা বলল যেমন তেমন বাশিঁ নয় বাবু, রাজবাড়ির পুরনো কর্মচারীরা বলেছে, এ হল মোহন রায়ের বাশিঁ। মোহন রায়টা কে? তা কি আমিই জানি! তবে কেষ্টবিষ্টু কেউ হবেন। বাশিঁতে নাকি ভর হয়। লোকটা দুশো টাকা দাম চেয়েছিল। বিস্তর ঝোলাঝুলি করে একশো টাকায় যখন রফা হয়েছে ।
তখণ বটেশ্বরের বউ খবর পেয়ে অন্দরমহল থেকে বেরিয়ে এসে রণরঙ্গিনী মুর্তি ধারণ করে বলল, টাকা কি খোলামকুচি? একটা বাশিঁর দাম একশো টাকা। বলি জীবনে কখনও বাশিঁতে ফুঁ দাওনি, তোমার হঠাৎ কেষ্টঠাকুর হওয়ার সাধ হল কেন? ও বাশিঁ যদি কেনো তা হলে আমি হয় বাশিঁ উনুনে গুজেঁ দেব, না হয় তো বাপের বাড়ি চলে যাব।
নিচে মোহন রায়ের বাঁশি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আনন্দ পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 8.33 MB |
প্রকাশ সালঃ | ২০০৪ |
বইয়ের লেখকঃ | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন