মোসাদ চক্রান্ত pdf বই ডাউনলোড। ঘুরে দাড়াল রানা। দৌড়ে আসছে সোহানা ওর দিকে। দু’হাত বাড়িয়ে দিয়েছে, আতঙ্কে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে দু’চোখ। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাল।
আসছে! এসে পড়েছে শিকদার! ধরে ফেলবে এক্ষুণি!
‘রানা, বাঁচাও!’
সোহানার গ্রীবা আঁকড়ে ধরতে থাবা বাড়াল শিকদার। বাঁচাতে হবে সোহানাকে, কিছুতেই পিশাচ সাধকদের হাতে ওকে পড়তে দেয়া চলবে না। পা বাড়িয়ে অনুভব করল রানা, ভয়ে বুক ধড়ফড় করছে ওর, ঘামে ভিজে গেছে সারাশরীর। রোমকূপে শিরশিরে একটা অনুভূতি।
নক্ষত্রের আলোয় দেখা যাচ্ছে শিকদারকে, মৃদ বাতাসে বাদুড়ের ডানার মত উড়ছে তার কুচকুচে কালো সিল্কের আলখেল্লা।
ওয়ালথার পি.পি.কে ৩৮ তুলেই ট্রিগার টিপল রানা। ক্লিক করে একটা আওয়াজ হলো। গুনি নেই চেম্বারে। এই তো একটু আগেই ম্যাগাজিন আর চেম্বারে গুলি ভরেছে ও!
তাহলে?
এসে পড়েছে শিকদার। জাপটে ধরল সোহানকে। হাসছে গলা ছেড়ে। দুর্গের মত বাড়িটায় ধাক্কা খেলে ফিরে আসছে বিকট প্রতিধ্বনি। বাগানের বাবলা গাছ থেকে ওঁয়া-ওঁয়া শব্দে কেঁদে উঠল একটা শকুন ছানা।
বাঁচাও, রানা! – আর্তচিৎকার বেরিয়ে এল সোহানার গলা চিরে।
পিস্তুল ছুঁড়ে ফেলে দিল রানা। এগোতে চাইল। কিন্তু একচুল নড়তে পারল না।
কাদা।
কাদায় পা দেবে গেছে ওর!
বেজে উঠল একটা সাইরেন। দ্রুত এগিয়ে আসছে শব্দটা।
না, সাইরেন নয়; দূরে কোথাও বাজছে টেলিফোন। এই নির্জন বসতিহীন দ্বীপে টেলিফোন?
সোহানা!
কোথায় সোহানা?
শিকদার বা সোহানা, কাউকে দেখা যাচ্ছে না!
কোথায় ওরা?
অন্তরাত্মা কেঁপে উঠল রানার।
কানের কাছে এসে থেমে গেছে টেলিফোনের শব্দ।
আরও দেখুনঃ লবঙ্গীর জঙ্গলে pdf বই ডাউনলোড মাধুকরী pdf বই ডাউনলোড
নিয়মিত বিরতি দিয়ে বেজেই চলেছে। ব্যাপার কি! সচেতন ভাবে চিন্তা করতে চাইল রানা। থেমে গেল শব্দটা।
আব্বা ন’ট বাজে। চা খাবেন না?
ফোঁস করে স্বস্তির শ্বাস ফেলে চোখ মেলল রানা। রাঙার মার গলা। বাসায় আছে ও। হেসে পেলল ঘুমের মধ্যে বিদঘুটে স্বপ্ন দেখেছে বুঝে। বুড়ি না জাগালে সর্বনাশ হয়ে যেত, পিশাচসাধকের পাল্লায় পড়ে নিজেও পিশাচ হয়ে গিয়েছিল আরেকটু হলে!
‘নাস্তা দা, রাঙার মা, আমি আসছি।’
চটপট বিছানা ছাড়ল রানা। দশমিনিট পর শাওয়ার – শেভ সেরে ডাইনিং রুমে এসে বসল। টেবিল সাজিয়ে দিয়ে গেছে রাঙার মা।
নিচে মোসাদ চক্রান্ত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 6.26 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন