Sunday, June 15, 2025
Homeকবিতার বইমেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড

মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড

মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড। হাসে নিশি তারাময়ী ত্রিদশ-আলয়ে।
কিন্তু চিন্তাকুল এবে বৈজয়ন্ত-ধামে
মহেন্দ্র,কুসুম-শয্যা ত্যজি, মৌনভাবে
বসেন ত্রিদিব-পতি রত্ন-সিংহাসনে;
সুবর্ণ-মন্দিরে সুপ্ত আর দেব যত।
অভিমানে স্বরীশ্বরী কহিলা সুস্বরের;
কি দোষে, সুরেশ, দাসী দোষী তব পদে?

শয়ন-আগারে তবে কেন না করিছ
পদার্পণ? চেয়ে দেখ, ক্ষণেক মুদিছে,
উন্মীলিছে পুনঃ আখিঁ, চমকি তরাসে
মেনকা, উর্বশী,দেখ, স্পন্দ-হীন যেন!
চিত্র-পুত্তলিকা-সম চারু চিত্রলেখা!
কে জানে মহিমা তব এ ভব মন্ডলে?

আরও বই দেখুনঃ

নরাধম আছিল যে নর নরকুলে
চৌর্য রত, হইল সে তোমার প্রসাদে,
মৃত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি!
হে বরদে, তব বরে চোর রত্নাকর
কাব্যরত্নাকর কবি! তোমার পরশে,সুচন্দন-বৃক্ষশোভা বিষবৃক্ষ ধরে!
হায়, মা, এহেন পূন্য আছে কি এ দাসে?
কিন্তু যে গো গুনহীন সন্তানের মাজে
মুঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি
সমধিক। ঊর তবে, ঊর দয়াময়ি
বিশ্বরমে! গাইব, মা, বীররসে ভাসি,
মহাগীত; ঊরি, দাসে দেহ পদছায়া।

তুমিও আইস, দেবি তুমি মধুকরী
কল্পনা! রবির চিত্ত-ফুলবন মধু
লয়ে, রচ মধুচক্র, গৌড়জন যাহে
আনন্দে করিবে পান সুধা নিরবধি।
কনক-আসনে বসে দশানন বলী-
হেমকূট-হৈমশিরে শৃঙ্গবর যথা
তেজঃপুঞ্জ। শত শত পাত্রমিত্র আদি
সভাসদ, নতভাবে বসে চারি দিকে।

ভূতলে অতুল সভা-স্ফটিকে গঠিত;
তাহে শোভে রত্নরাজি, মানস-সরসে
সরস কমলকুল বিকশিত যথা।
শ্বেত, রক্ত, নীল, পীত, স্তম্ভ সারি সারি
ধরে উচ্ছ স্বর্নছাদ, ফনীন্দ্র যেমতি,
বিস্তারি অযুত ফনা, ধরেন আদরে
ধরাবে। ঝুলিছে ঝলি ঝালরে মুকুতা,
পদ্মরাগ, মরকত,হীরা; যথা ঝোলে
(খচিত মুকুলে ফুল) পল্লবের মালা
ব্রতালয়ে। ক্ষণপ্রভা সম মুহুঃ হাসে
রতনসম্ভবা বিভা-ঝলসি নয়নে!

সুচারু চামর চারুলোচনা কিঙ্করী
ঢুলায়; মৃণালভূজ আনন্দে আন্দোলি
চন্দ্রাননা। ধরে ছত্র ছত্রধর; আহা
হরকোপানলে কাম যেন রে না পুড়ি
দাড়ানঁ সে সভাতলে ছত্রধর-রূপে!
ফেলে দ্বারে দৌবারিক, ভীষণ মুরতি,
পান্ডব-শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা
শূলপাণি। 

নিচে মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই  ডাউনলোড

প্রকাশকঃ     
বইয়ের ধরণঃ  কাব্য বিষয়ক 
বইয়ের সাইজঃ  1 MB
প্রকাশ সালঃ  ২০০৬ 
বইয়ের লেখকঃ  মধুসূদন দত্ত 
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site