মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড। হায়, মা, এহেন পূন্য আছে কি এ দাসে?
কিন্তু যে গো গুনহীন সন্তানের মাজে
মুঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি
সমধিক। ঊর তবে, ঊর দয়াময়ি
বিশ্বরমে! গাইব, মা, বীররসে ভাসি,
মহাগীত; ঊরি, দাসে দেহ পদছায়া।
তুমিও আইস, দেবি তুমি মধুকরী
কল্পনা! রবির চিত্ত-ফুলবন মধু
লয়ে, রচ মধুচক্র, গৌড়জন যাহে
আনন্দে করিবে পান সুধা নিরবধি।
কনক-আসনে বসে দশানন বলী-
হেমকূট-হৈমশিরে শৃঙ্গবর যথা
তেজঃপুঞ্জ। শত শত পাত্রমিত্র আদি
সভাসদ, নতভাবে বসে চারি দিকে।
ভূতলে অতুল সভা-স্ফটিকে গঠিত;
তাহে শোভে রত্নরাজি, মানস-সরসে
সরস কমলকুল বিকশিত যথা।
শ্বেত, রক্ত, নীল, পীত, স্তম্ভ সারি সারি
ধরে উচ্ছ স্বর্নছাদ, ফনীন্দ্র যেমতি,
বিস্তারি অযুত ফনা, ধরেন আদরে
ধরাবে। ঝুলিছে ঝলি ঝালরে মুকুতা,
পদ্মরাগ, মরকত,হীরা; যথা ঝোলে
আরও বই দেখুনঃ
- মেঘনাদবধ কাব্য pdf বই ডাউনলোড
- আনন্দ বেদনার কাব্য pdf বই ডাউনলোড
- হাজার বছর ধরে pdf বই ডাউনলোড
- দ্বিতীয় অনুভূতি pdf বই ডাউনলোড
- হিমুর দ্বিতীয় প্রহর pdf বই ডাউনলোড
(খচিত মুকুলে ফুল) পল্লবের মালা
ব্রতালয়ে। ক্ষণপ্রভা সম মুহুঃ হাসে
রতনসম্ভবা বিভা-ঝলসি নয়নে!
সুচারু চামর চারুলোচনা কিঙ্করী
ঢুলায়; মৃণালভূজ আনন্দে আন্দোলি
চন্দ্রাননা। ধরে ছত্র ছত্রধর; আহা
হরকোপানলে কাম যেন রে না পুড়ি
দাড়ানঁ সে সভাতলে ছত্রধর-রূপে!
ফেলে দ্বারে দৌবারিক, ভীষণ মুরতি,
পান্ডব-শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা
শূলপাণি।
সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে,কহ, দে দেবি অমৃতভাষিণি,
কোন বীরবরে বরি সেনাপতি-পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
বাঘবাবি? কি কৌশলে বাক্ষসভরসা
ইন্দ্রিজিৎ মেঘনাদে-অজেয় জগতে
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
ভারতি! যেমতি, মাতঃ, বসিলা আসিয়া,
বাল্মীকির রসনায় (পদ্ধাসনে যেন)
যবের খরতর শরে, গহন কাননে,
কৌঞ্চবধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিঁধিলা,
তেমতি দাসেরে, আসি, দয়া কর, সতি।
কে জানে মহিমা তব এ ভবমন্ডলে?
নরাধম আছিল যে নর নরকুলে
চৌর্য রত, হইল সে তোমার প্রসাদে,
মৃত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি!
হে বরদে, তব বরে চোর রত্নাকর
কাব্যরত্নাকর কবি! তোমার পরশে সুচন্দন-বৃক্ষশোভা বিষবৃক্ষ ধরে!
নিচে মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | কাব্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ |
বইয়ের লেখকঃ | মধুসূদন দত্ত |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন