মৃত্যু প্রহর pdf বই ডাউনলোড । ভুমধ্য সাগরের উপরে তেত্রিশ ডিগ্রী উত্তর দ্রাঘিমা ধরে পুব দিকে ছুটে চলেছে একটা তুপোলেভ বম্বার। আলো জ্বলছে না। একভাবে ছুটে চলেছে।
চারটে জেট ইঞ্জিনের একটা গর্জন ছড়িয়ে পড়েছে মহাশূন্যে, অন্ধকারে। উইং কমাণ্ডার ইকবাল বেগ নিজের মধ্যে বিভোর। চোখের সামনে মেলে ধরা একটা বই। থ্রিলার।
সাইড-স্ক্রীনে চোখ লাগিয়ে বাইরের অন্ধকার দেখলো রানা। ঘুট-ঘুটে অন্ধকার। রানাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে উইং কমাণ্ডার বইটা আঙুলের চিহ্ন রেখে বন্ধ করল। বইয়ের মলাটে একটা নগ্ন মেয়ে উপুড় হয়ে পড়ে আছে সাদা ধবধবে বিছানায়, পিঠে বিদ্ধ সোনালী বাঁটের ছুরি। রক্তে লেখা বইয়ের নাম।
‘ব্যাটাচ্ছেলে লেখে চমৎকার!’ কমাণ্ডার বাঁকা পাইপটায় আরাম করে একটা টান দিয়ে তাকলো পাশে বসা অল্প বয়সী কো-পাইলটের দিকে বললো, ‘না হে, ছোকরা, এভাবে ন্যাংটো মেয়েছেলের দিকে তাকিয়ে লাভ নেই। এ বই তোমাকে পড়তে দেয়া যাবে না। এখনো বয়স হয়নি।’
আরও দেখুনঃ অটল সিংহাসন, মৃত্যুর ঠিকানা pdf বই ডাউনলোড রাত্রি অন্ধকার, জাল pdf বই ডাউনলোড
‘আমরা এখন কোথায় আছি?’ রানা জিজ্ঞেস করলো।
‘কি করে বলি?’ উইং কমাণ্ডার হাত নেড়ে বললো, ‘আজ বিশ বছর প্লেন চালাচ্ছি। কাজ ড্রাইভারী। আমার এক নেভিগেটর থাকে, নেভিগেটরের কাছে থাকে রাডার সেট দুটোর একটাকেও আমি বিশ্বাস করি না।’ পাইপে দু’বার টান দিয়ে হাতের বইটার একটা পাতা ভাঁজ করে চিহ্ন দিয়ে রেখে দিলো পাশে। এবং উঁচু হয়ে সাইড-স্ক্রীন খুলে অন্ধকারে মাথাটা একটু বের করে সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে এলা। দুই চোখ হাতে চেপে ধরে বসে পড়ে বললো, ‘মেজর, যুদ্ধে মাতাল ইসরাইলের মরুভূমিতে পথ হারালে কেমন হয়?’
‘ভেবে দেখিনি,’ রানা বললো, ‘তবে পথ হারালে বলতৈই হবে, আপনার সম্পর্কে বিমান বাহিনীর অফিসারদের মধ্যে অনেক মিথ্যে কথঅ চালু আছে। আমাকে বলা হয়েছিলো ইসরাইলের ম্যাপ আপ-নার মুখস্থ-পাশের বাড়ির মেয়েটার চেয়েও বেশি চেনা।’
‘হ্যাঁ, আমার কিছু বন্ধু-নামের শত্রুরা ওসব কথা রটিয়েছে,’ উইং কমাণ্ডার বললো, ‘যাতে আমি আরাম করে দিন কাটাতে না পারি। এয়ার-ফোর্স থেকে অবসর নিলাম, পাঠিয়ে দিলো ইউ. এ. আর. এয়ার-ফোর্সে।’ ঘড়ি দেখলো কমাণ্ডার। বিরক্তির সঙ্গে তাকালো পাশে বসা কো-পাইলটের দিকে।
নিচে মৃত্যু প্রহর pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 7.95 MB প্রকাশ সালঃ 1969 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন