মীরার গ্রামের বাড়ি pdf বই ডাউনলোড । নৌকায় উঠার মুখে ছোট্ট দুর্ঘটনা ঘটল, শেফার চোখ থেকে চশমা খুলে পানিতে পড়ে গেল। শেফার মাইয়োপিয়া, চশমা ছাড়া প্রায়কিছুই দেখে না। সে একবার ভাবল, ‘মা আমার চশমা’ বলে বিকট চিৎকার দিয়ে বনার পিলে চমকে দেবে। সে তা করল না, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নৌকায় উঠে এল।
চশমা পানিতে পড়ে যাবার ব্যাপারটা এখন কাউকে না-জানানোই ভালো। বাবা হুট করে রেগে যাবেন। সবার সামনে বকা শুরুকরবেন। দেলোয়ার ভাইকে ঠাণ্ডার মধ্যে পানিতে নামতে হবে। কী দরকার জায়গাটা শেফা চিনে রেখেছে। একসময় চুপিচুপি এসে পানি থেকে তুলে নিলেই হবে। ছশমাটা যেখানে পেড়েছে সেখানে হাঁটু পানিও হবে না। আর যদি হয় অসুবিধা হবে না। শেফা সাঁতার জানে। এই বছরই মাদার’স ক্লাব থেকে সাঁতার শিখেছে।
শেফা খুব সাবধানে পা ফেলে এগুচ্ছে। বেশি হাঁটাাহটি করাযাবে না। শেষে কোনোকিছুতে পা বেধে হুড়মুড় করে পানিতে পড়ে যাবে। চশমা ছাড়া সব কেম অদ্ভুত দেখোচ্ছে বাবাকে দেখাচ্ছে খড়ের গাদা মতো। হলুদ কোটটা পরায় এমন লাগছে। খড়ের গাদার মাথায় লাল রঙ-করা হাঁড়ি বসানো। লাল হাঁড়িটা হচ্ছে বাবার মথার লাল ক্যাপ।
শেফা তার বড় বোন মীরার পাশে ধপাস কের বসে পড়ল। এক বসায় নৌকা প্রায় কাত হয়ে গেল। মীরা তার দিকে তাকাল সরু চোখে। মীরার মাথ্য় নীল স্কার্ফ। শীতের জন্যে কান ঢেকে স্কার্ফ পরেছে। স্কার্ফের জন্যে বোধ হয়ে তাকে দেখা যাচ্ছে বিদেশিনী মেয়েদের মতো। যেন ইউরোপের কোনো মেয়ে বাংলাদেশে বেড়াতে এসেছে।
আরও দেখুনঃ মজার ভূত pdf বই ডাউনলোড মৃন্ময়ী pdf বই ডাউনলোড
বাংলাদেশের নোংরা থেকে নিজিকে আলদা রাখার জন্যে শরীর শক্ত করে এক কোনায় বসে আছে। মীরার হতে একটা বই। শেফা বাজি রেখে বলতে পারে নৌকা ছাড়ামাত্র মীরা আপা বই পড়তে শুরু করবে এবং অবশ্যই অবশ্যই বাবার কাছে বকা খাবে। বাবার কাছ থেকে বকা না-খেয়ে আজ পর্যন্ত তারা কোনো বেড়ানো শেষ করে নি।
শেফা খানিকটা ঝুঁকে এস বলল, আপা তোরা হাতে কী বই
মীরা জবাব দিল না।
শেফা আবারো বলল, বইটার নাম কী
মীরা বিরক্ত গলায় বলল, সমসময় ঝামেলা করিস নে
নিচে মীরার গ্রামের বাড়ি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 7.30 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now