মিসির আলীর অমিংমাসিত রহস্য pdf বই ডাউনলোড । আপনি কি ভূত দেখেছেন স্যার? ইংরেজীতে যাকে বলে sprit, ghost, astral body মানে প্রেতাত্মার কথা বলছি, অশরীরী…
মিসির আলি প্রশ্নটির জবাব দেবেন কি না বুঝতে পারছেন না। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে, কিন্তু জবাব শুনতে চায় না। প্রশন্ট করেই হড়বড় করে কথা বলতে থাকে। কথার ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করে, আবার নিজেই জবাব দেয়।
মিসির আলিক কাছে মনে হচ্ছে তাঁর সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির। ভদ্রলোক মধ্যবয়স্ক। গোলাকার মুখে পুরুষ্ট গোঁফ। কুস্তিগির-কুস্তিগির চেহারা। কথার মাঝখানে হাসার অভ্যাস আছে। হাসার সয়ম কোনো শব্দ হয় না, কিন্তু সারা শরীর দুলতে থাকে।
আরও দেখুনঃ অনিশ pdf বই ডাউনলোড
ওমান গনি নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয়; প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাঁর নিচের পাটির একটি এবং ওপরের পাটির দু’টি শুরু হয়েছে।
সে যুগে রুট ক্যানালিং এর মত আধুনিক দন্ত চিকিৎসা শুরু হয়েছে। সে-যুগে কেউ সোনা দিতে দাত বাঁধায় না। এই ভদ্রলোক বাঁধিয়েছেন। ধবধবে সাদা দাঁতের মাজে ঝকঝকে তিনটি সোনালি দাঁত।
কথা বলছেন না কেন স্যার, ভূত কি কথনো দেখেছেন?
-জ্বি না।
না দেখাই ভালো। আমি একবার দেখেছিলাম, এতেই অবস্থা কাহিল। ঘাম দিয়ে জ্বর এসে গিয়েছিল। এক সপ্তাহের উপর ছিল জ্বর। পায়ের পাতা চুলকাত। ডাক্তার পরীক্ষা করে বলল – অ্যালার্জি।
আরও দেখুনঃ বিপদ pdf বই ডাউনলোড
ডাক্তারদের কারবার দেখুন, আমি বললাম, ভূত দেখে জ্বর এসে গেছে। তার পরেও ডাক্তার বলে অ্যালার্জি। অ্যান্টি হিস্টামিন দিয়েছিল। অ্যান্টি হিস্টামিন কি ভূতের অষুধ, আপনি বলূন?
মিসির আলি বললেন, আজ আমার একটু কাজ ছিল। বাইরে যাব। আপনি বরং অন্য একদিন আসুন। আপনার গল্প শুনব।
-দশ মিনিট লাগবে স্যার। ভূতের গল্পটা বলেই চলে যাব। আমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে। আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে যাব। রিকন্ডিশন মাইক্রোবাস। গত আগস্ট মাসে কিনেছি। দু’লাখ পঁচিশ নিয়েছে।
নিচে মিসির আলীর অমিংমাসিত রহস্য pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.19 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now