মাইন্ড রিডার pdf বই ডাউনলোড । একজন মেন্টালিস্টের কাজ কী? এ মুহূর্তে আমি আমার শো নিয়ে সাংঘাতিক ব্যস্ত লাস ভেগাস, নিউইয়র্ক, লস এঞ্জেলস, জাপান, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ইউরোপ, ইউরোপ, ইসরায়েলসহ আরও বহু দেশ। আমি এক সপ্তাহে তিনটি মহাদেশ ভ্রমণ করেছি। বিমানে ঘুমিয়েছি, সঙ্গে বহন করেছি নানা রকম ফোন।
জানিনা কখন কে আমাকে ফোন করে বসবেন। হতে পারে এক সপ্তাহে রোমানিয়ার রাজা ফোন দিলেন, অথবা পরের সপ্তাহে ডোনা কারান কিংবা কোনো হাই-টেক শিল্প-পতি। অথবা রাশান কোনো অভিজাত আমাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর ব্যক্তিগত এয়ারফিল্ডে দেখা করতে বললেন।
আমি বহু দেশের টিভি টক শোতে অংশগ্রহণ করেছি, এর মধ্যে জে লেনোও আছেন এবং মাঝেমধ্যে তাঁরা আমাকে দ্বিতীয়বারও আমন্ত্রণ জানিয়েছেন। জে লেনোর মত আমিও জাপানে খুব বিখ্যাত। আমি আন্তর্জাতিক কর্পোরেট ইভেন্ট এবং ট্রেড শো গুলোতে কাজ করি।
এর মধ্যে রয়েছে, কোকাকোলা, মাইক্রোসফ্ট, বিএমডব্লু এবং ওমেগা। বড় বড় বিজনেস কনফারেন্সে আমাকে দাওয়াত দেওয়া হয় মিটিংয়ের আগের বরফ ভেঙ্গে দেয়ার জন্য। যাতে কোটিপতিরা রিল্যাক্স মুডে মিটিংয়ে অংশ নিতে পারেন। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয় হলিউড পার্টিতে মুভি তারকা ও তাদের গন্যমান্য বন্ধুদেরকে বিনোদিত করতে। লাস ভেগাসে আমার নিজের শো প্রদর্শনের ব্যবস্থা হয়েছে। তবে আমাকে কখনো ক্যাসিনোতে নিমন্ত্রণ করা হয়নি।
আরও দেখুনঃ লিলুয়া বাতাস pdf বই ডাউনলোড লিওনার্দো দা ভিঞ্চির নোটবুক pdf বই ডাউনলোড
মাঝে মাঝে ঘটনাক্রমে আমি সমুদ্র সৈকত, মার্কেট কিংবা স্থানীয় খাবারের দোকানে পারফর্ম করি। আসলে না করে থাকতে পারি না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং নিজে বুঝে ওঠার আগেই দেখি কারো সঙ্গে সাক্ষাৎ হয়ে গলে এবং আমি পারফর্ম শুরু করে দিলাম। আমি মাইন্ড গেম বা মনের খেলা খেলে তাদেরকে অবাক করে দিই। তারা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবে, ‘ওহ মাই গড, তুমি এটা কি করে করলে?’ এটাই হলো মজা।
আমি এনার্জিটাকে ভালোভাসি। এ হলো অ্যাডভেঞ্চারের ঘূর্ণিবায়ূ এবং আমি যেখানেই যাই সেখানেই সেরা পারফর্মেন্সটি দেখাই। আমি হয়তো বারো ঘন্টার নারকীয় বিমান ভ্রমণ শেষ করে মাটিতে অবতরণ করলাম।
নিচে মাইন্ড রিডার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুক্তদেশ প্রকাশন বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 3.41 MB প্রকাশ সালঃ 2015 ইং বইয়ের লেখকঃ লিওর সুশার্ড অনুবাদকঃ অনীশ দাস অপু
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now