মন নিয়ন্ত্রণ pdf বই ডাউনলোড । মনকে নিয়ন্ত্রণ করতে পারার অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। একথা আমরা জানি। ‘আত্মউন্নয়ন’ বইটিতে এ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, কিভাবে মন-নিয়ন্ত্রণ করতে হবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে, নানান ধরণের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে।
আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে উপযুক্ত প্রশিক্ষকের কাছে চারদিনের কোর্সটি সম্পূর্ণ করে নেয়া। মাঝে মাঝেই বিজ্ঞাপনে দেখি, একজন অত্যন্ত সুযোগ্য প্রশিক্ষক ঢাকায় মন-নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিচ্ছেন অর্থের বিনিময়ে।
চারদিনের মধ্যে যে কেউ শিখে নিতে পারবেন এর বিদ্যা। এবং সরাসরি প্রশিক্ষকের মাধ্যমে শেখায় সবদিক থেকে সবচাইতে ভালোভাবে শিখবেন।
কথাটা সত্য? হ্যাঁ সত্য। আপনি নিজে কোর্সটি করেছেন? না। আমি নিজে করিনি, তবে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটের সঙ্গে কথা হয়েচে আমার। তাদের চোখে-মুখে উৎসাহ, উদ্দীপনা ও আত্মবিশ্বাসের যে জ্যোতি দেখেছি, তাদরে কথাবার্তায় যতটা যা বুঝেছি; তাতে আমার বিশ্বাস জন্মেছে, সত্যিই শিখেছে তারা, সারাজীবনের জন্যে একটা কাজের কাজ করেছে।
আরও দেখুনঃ ছোটদের বিজ্ঞানকোষ pdf বই ডাউনলোড বিজ্ঞানের খেলা pdf বই ডাউনলোড
কিন্তু তারপরেও কোন ভালই পরিপূর্ণ ভাল নয়। আমার আত্ম-উন্নয়ন বইটি পড়ে যেমন অনেকে উপকৃত হয়েছেন, আবার কোন কোন পাঠক অনুযোগ করেছেন। আমার স্থির বিশ্বাস, মন-নিয়ন্ত্রণ কোর্সে যোগদান করেও তেমনি অনেকে উপকৃত হচ্ছেন, আবার কেউ কেউ অনুযোগ করছেনঃ এতকিছুর পরেও তো হল না। চারদিনের কোর্সটি সম্পর্কে একেক জনের একেক রকম অনুযোগ রয়েছে।
প্রথমতঃ টাকা, অনেক টাকা লাগে কোর্সে যোগদান করতে। দ্বিতীয়তঃ সময়, চার দিন আট-দশ ঘন্টা করে সময় দেয়া সবার পক্ষে সম্ভব নয়। তৃতীয়তঃ ভাষা, সবার মুখের ভাষা সবাই বোঝে না।
তাহলে? যাদের টাকা বা সময় নেই বা ভাষা বুঝতে পারছে না তারা কি শিখবে না? শিখবে। তাদের জন্যেই এ-বই। চার সপ্তাহের একটি সহজ কোর্স দেয়া হবে এই বইয়ে। প্রতিদিন সময় লাগবে ৪৫ মিনিট। সকালে ১৫ মিনিট, দুপুরে ১৫ মিনিট আর রাতে ১৫ মিনিট। ধাপে ধাপে এগিয়ে গেলে ঠিক ৪ সপ্তাহ পর (কেউ কেউ আগেই) পাঠক অনুভব করবেনঃ পুরোপুরি আয়ত্তে এসে গেছে বিদ্যাটা; বাকি শুধু এর সুফল ভোগ করা।
নিচে মন নিয়ন্ত্রণ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রজাপতি প্রকাশন বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 2.64 MB প্রকাশ সালঃ 1992 ইং বইয়ের লেখকঃ বিদ্যুৎ মিত্র
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন