মনোবিজ্ঞান
মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড। মনোবিজ্ঞানের সংজ্ঞা ঃ- মনোবিজ্ঞান শব্দটির মধ্যেই মনোবিজ্ঞানের সংজ্ঞা নিহিত আছে । মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান ।
কিন্তু মন কি , একে ত আমরা ইন্দ্রিয়ের দ্বারা উপলদ্ধি করতে পারি না । কোথায় আছে মন ? পৃথিবীর গাছপালা পাহাড় , পর্বত , শব্দ , গন্ধ, রূপ , রস প্রভৃতি যেভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ধরা দেয় , সেভাবে মনকে আমরা জানতে পারি না । কিন্তু আমার মন আছে ।
আরও দেখুনঃ মনোদর্শন pdf বই ডাউনলোড
যে মন ভালোবাসা , হাসে , কাদেঁ , ব্যাথা অনুভব করে , আন্দদ লাভ করে , এ ত অন্তভূক্ত । – কিন্তু মন থাকলেই ত হবে না তাকে জানব কেমন করে । এই মনকে জানার জস্য মনোবিজ্ঞানী নানা আলোচনা করেছে Ñ আমার মনকে শুধু আমিই জানি । অন্নের মনকে জানার চেষ্টা করতে হয় । এই জন্য মনোবিজ্ঞান বলেছেন হল জীনের আচরনের জন্য বিজ্ঞান ।
বিভিন্ন অবস্থায় . বিভিন্ন পরিবেশে জীব বিশেষ আচরন করে থাকে । সেই আচরন দেখে তাকে জানতে হবে । অত এব এককোথায় বলতে গেলৈ বিভিন্ন পরিবেশে মারূষের বিভিন্ন আচরনের মধ্যে থেকে জীবের মনকে জানািই হল মনের বিজ্ঞান । অতএব মনোবিজ্ঞান আলোচনার আমরা একদিকে জানার চেষ্টা করব মন কি , কি , উপাদানে তৈরি , আবার অন্য দিকে জানব বিভিন্ন পরিবেশে জীব কিরীপ আচরন করে ।
আরও দেখুনঃ শিক্ষা মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড
এই মনকে জানার জন্য মনোবিদগন নানা আলোচনা করেছেন। নিচে সেগুলা দেওয়া হলঃ- [১] অতীতকালে গ্যীক সত্যতা তার জ্ঞান বিজ্ঞানের গরিমায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করিতে সমর্থ হয়েছিলো । তখন মনোবিজ্ঞান িছিল দর্শনের অন্তভূক্ত ।
প্লেটো , এ্যারিষ্টট্ল , ডেকার্টে [descetrtes] প্রভূতি গ্রীক দার্শনিকগন বললৈন , মনোবিজ্ঞান হল আত্নার বিজ্ঞান[acience of v soul] । তাঁরা বললেন মনোবিজ্ঞান শুধু মনকেই জানলেই হবে না মনের উৎস আত্নাকে জানতে হবে। আত্নার মৃত্যু নেই সমস্ত চেতনার উৎস , ব্রক্ষসত্তার এক জে্যিাতিস্নয় প্রকাশ । গ্রীক দার্শনিকগন বলেন এই আত্নার উৎস ও রহমতকে জানাই হল মনোবিজ্ঞান কাজ । তারাঁ
আরও দেখুনঃ গণিতাঙ্ক pdf বই ডাউনলোড
নিচে মনোবিজ্ঞান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মেদেনীপুর ইতিহাস রচনা সমিতি বইয়ের ধরণঃ অুনবাদ বইয়ের সাইজঃ 5.57 MB প্রকাশ সালঃ ১৯৬৩ ইং বইয়ের লেখকঃ শ্রীমুতি পুষ্প বইয়ের অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন