মধুসূদন রচনাবলী pdf বই ডাউনলোড। নতুন জীবনমন্ত্র, তেজ ও বীর্যর পূর্ববেগ নিয়ে মধুসুদনের আবির্ভাব ঘটেছিল ঊনবিংশ শতাব্দীর বাংলা বাহিত্যে। তারঁ জীবনী তারঁ বর্ণময় সাহিত্য সৃষ্টির মতই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর। মধুসূদন জন্মেছিলেন যশোহর জেলার সাগরদাড়িঁ গ্রামে, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।
তারঁ পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার বিশিষ্ট আইনজীবি রূপে প্রতিষ্ঠালাভ করেছিলেন। তারঁ শৈশব শিক্ষার সুত্রপাত হয়েছিল গ্রামের পাঠশালায় মাতা জাহৃবীবেদীর তত্ত্বাবধানে। রামায়ন মহাভারতের কাহিনীর প্রতি আকর্ষণের প্রেরণা এই সময়ে মায়ের কাছ থেকেই তিনি প্রথম লাভ করেছিলেন।
আরও বই দেখুনঃ
- কোকা পন্ডিত pdf বই ডাউনলোড
- জ্যোতির্বিদ্যার খোশখবর pdf বই ডাউনলোড
- সিংহশাবক pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
- বিজ্ঞানের বিচিত্র কাহিনী pdf বই ডাউনলোড
উত্তরকালে মধুসূদন-প্রতিভার বিকাশ, পুষ্টি ও সমৃদ্ধি ঘটেছিল এই মূলগত প্রেরণাকে ভিত্তি করেই। কর্মসুত্রে রাজনারায়ণ সপরিবার কলকাতার খিদিরপুরে যখন বসবাস আরম্ভ করেন কবির বয়স তখন সাত বৎসর। ১৮৩৩ সালে মধুসূদন হিন্দু কালেজের জুনিয়র বিভাগে ভর্তি হন। ১৮৪২ সাল পর্যন্ত এখানেই তারঁ শিক্ষালাভ ঘটে। এই কলেজেই তিনি সহপাঠী পেয়েছিলেন ভূদেব মুখেপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, ভোলানাথ চন্দ্র প্রমুখদের ।
সমগ্র বাংলা রচনা এক খন্ডে সম্পূর্ন
পরবর্তীকালে তারাঁ সকলেই স্ব-স্ব ক্ষেত্রে খ্যাতিমান হয়েছিলেন। মধুসূদনের ব্যক্তি চরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষাপর্বের প্রভাব ছিল অত্যন্ত গভীর। একদিকে তিনি যেমন লাভ করেছিলেন মানব-মন্ত্রে বিশ্বাস ও গভীর ইংরেজি সাহিত্যপ্রীতি, তেমনি তারঁ মনে সঞ্চারিত হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা।
ছাত্র হিসাবে বারবারই তিনি ছিলেন কৃতী। কলেজের পরীক্ষায় বৃত্তি পেতেন। নারীশিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্নপদক পেয়েছেন। ইংরেজিতে লেখা কবিতা বিভিন্ন সাহিত্যপত্রে প্রকাশিত হত। এই সুত্রেই কবির মনে দৃঢ় বিশ্বাস জন্মায়- বড় কবি হতে হলে বিলেত যাওয়া দরকার।
তিনি যখন সিনিয়র ডিপার্টমেন্টের দ্বিতীয় শ্রেনীর ছাত্র সেই সময়, ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারী অকাস্মাৎ খ্রিস্টধর্ম গ্রহন করলেন। মিশন রো-এর ওল্ড মিশন চার্চে আর্চডিকন ডিয়ান্ট্রি তাকেঁ খ্রিস্টধর্মে দীক্ষিত করেন। তারঁ নতুন নাম হয় মাইকেল মধুসূদন দত্ত।
নিচে মধুসূদন রচনাবলী এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | কামিনী প্রকাশালয় |
বইয়ের ধরণঃ | রচনা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 26.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মধুসূদন দত্ত |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন