মজার মজার ইলেক্ট্রনিক্স প্রজেক্ট pdf বই ডাউনলোড । ইলেকট্রনিক ওয়েয়িং মেশিন হচ্ছে এমন এক যন্ত্র যা সরাসরি ক্যঅলিব্রেটেড স্কেলে আর্টিকেলের ওজন দিয়ে থাকে। স্প্রিং-এর অনমনীয়তার ওপর ওয়েয়িং মেশিন অপারেট করার সীমানা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি স্প্রিং-এর অনমনীয়তা বেশি হয় তবে খুবই হালকা ধরণের ওজন মাপা সম্ভব হবে, আর অনমনীয়তা যদি কম হয় তবে এটি ভারি ওজন মাপার জন্য ব্যবহার করা হয়।
যখন লোড প্যানে রাখা হয়, তখন ওয়েয়িং প্যানের একটি আয়রণ কোর নির্দিষ্ট থাকে য কয়েলের মধ্যে প্রবেশ করে। কয়েলের মধ্যে এর প্রবেশের দৈর্ঘ্য স্প্রিং-এর অনমনীয়তা এবং লোডের ওজনের ওপর নির্ভর করে। স্প্রিংকে স্থির রাখলে কয়েলের মধ্যে কোরের প্রবেশের দৈর্ঘ্য শুধু প্যানে রাখা ওজনের ওপর নির্ভর করে।
আরও দেখুনঃ বিজ্ঞানের প্রজেক্ট pdf বই ডাউনলোড
কয়েলের মধ্যে কোর ঢুকলে, ফিগার ১-A তে দেখানো ম্যাগনেটিক ইন্ডাকশনের কয়েলের সেকেন্ডারিতে অল্প ভোল্টেজ আবিষ্ট হয়। আবিষ্ট ভোল্টেজ প্যানের ওপর চাপানো ওজনের ওপর নির্ভর করে।
আবিষ্ট ভোল্টেজ ২টি ট্রানজিষ্টর অ্যামপ্লিফায়ারা দ্বারা রেকটিফাইড এবং ফিড হয় যা ফিগার ১-B তে দেখানো হল। অ্যামপ্লিফাই করার পর এক ১০০K পটেনশিওমিটারের ভেতর দিয়ে মিটারে ফিড করা হয়। এই পটেনশিওমিটার ৪৭K রোধকের সাথে যুক্ত হয়ে একটি ভোল্টেজ ডিভাইসের উৎপন্ন করে যা দ্বারা মিটারকে শূণ্যতে সেটা করা হয়। ১০K কে ব্যবহার করা হয় স্কেলকে সম্পূর্ণভাবে ব্যবহারের জন্য।
আরও দেখুনঃ বিজ্ঞানের ১০০ মজার প্রজেক্ট pdf বই ডাউনলোড
মিটারকে শূন্যতে সেটা করার পর মিটারে ওজন মাপার মাপকাঠি কিলোগ্রাম অথবা গ্রামের নির্ধারণ করা হয়। যেকোনো একটি মাপকাঠি নির্ধারণ করলেই মেশিনটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
প্রয়োজনীয় পার্টসঃ
১। ইন্ডাকশন কয়েলঃ একটি সাধারণ প্রাইমারি ২২০V এর সেকেন্ডারি ১০V এর স্টেপ ডাউন ট্রান্সফরমারে ১ অ্যামপ্লিফায়ার নিয়ে তা থেকে কোর বের করে ফেললে তা ইন্ডাকশন কয়েল হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়।
২। কয়েলের উচ্চতার সমান লম্বা এবং কয়েলের ব্যাসার্ধ থেকে কম ব্যাসার্ধের যে কোনো নরম লোহার দণ্ড নেওয়া যেতে পারে।
৩। মেকানিক্যাল স্তরের অ্যারেঞ্জমেন্ট
৪। চাহিদা অনুযায়ী অনমনীয়তা সম্পন্ন স্প্রিং
আরও দেখুনঃ যা ইচ্ছা খান ওজন কমান pdf বই ডাউনলোড
নিচে মজার মজার ইলেক্ট্রনিক্স প্রজেক্ট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিজ্ঞান |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শহীদ উদ্দিন আহমদ গং |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন