ভয় pdf বই ডাউনলোড । ভোর ছ’টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়ালো না। ভোর দশটা পর্যন্ত কেন জানি তাঁর মেজাজ বেশ ভালো থাকে। দশটা থকে খারাপ হতে থাকে, চূড়ান্ত রকমের খারাপ হয় দু’টার দিকে। তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভাল থাকে তারপর আবার খারাপ হতে শুরু করে।
ব্যাপারটা শুরু তার বেলায় ঘটে না সবার বেলায়ই ঘটে তা তিনি জানেন না। প্রায়ই ভাবেন এক ওকে জিজ্ঞেস করবেন। শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে উঠে না। তাঁর চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারো সঙ্গে কথা বলতে ভাল লাগে না।
আরও দেখুনঃ বৃহন্নলা pdf বই ডাউনলোড
অপরিচিত মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতে ভালও লাগে। সেদিন রিকশা করে আসতে আসতে রিকশাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথা-বার্তা চালিয়ে গেলেন। রিকশাওয়ালার বক্তব্য হচ্ছে – পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়েছেলে।
মিসির আলি বলরেন, এই রকম মনে হওয়ার কারণ কি?
-রিকশাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, চাচামিয়া এই দেহেন আমারে।
আইজ আমি রিকশা চালাই। এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমরে গন্ধম ফল না খাওয়াইতো তাইলে আইজ আমি থাকতাম বেহেশতে। বেহেশতেতো আর রিকশাচালানীর কোন বিষয় নাই, কি কন চাচামিয়া? গন্ধম ফল খাওয়ানির কারণেইতো আইজ আমি দুনিয়ায় আইসা পড়লাম।
আরও দেখুনঃ অন্যভূবন pdf বই ডাউনলোড
মিসির আলি রিকশাওয়ালার কথা-বার্তায় চমৎকৃত হলেন। পরবর্তি দশ মিনিট তিনি রিকশাওয়ালাকে যা বললেন, তার মূল কথা হলো – নারীর কারণে আমরা যদি স্বর্গ থকে বিতাড়িত হয়ে থাকি তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিতে যেতে।
রিকশাওয়ালা কি বুঝলো কে জানে। তার শেষ বক্তব্য ছিল – যাই কন চাচামিয়া, মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না।
কলিং বেল আবার বাজছে, মিসির আলি বেল টেপার ধরণ থেকে অনুমান করতে চেষ্টা করলেন – কে হতে পারে।
ভিখিরী হবে না। ভিখিরীরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমুতে যায়।
নিচে ভয় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 7.02 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now