ভালোবাসো বাঁচো pdf বই ডাউনলোড । আমি একটা খুন করি। খুন কের রক্তাক্ত ছুরি আর রঞ্জিত জামা-কাপড়-চেহারা নিয়ে আমি হাজির হই রমনা থানায়। থানার প্রবেশপথে দুজন রাইফৈলধারী পুলি প্রহরারত। রোদ্দুরে তাদের ছায়া দুটোকে লমবা দেখায়। রাইফেলের ডগায় রোদ পড়ে ঝিলিক দেয়। সম্ভবত তার তেল মেখে রেখেছে বন্দুকের নলে। আমি তাদের অতিক্রম করি অবহেলায়, তারাও আমার প্রতি কোনো রকম মনোযোগ দেয় বলে মেন হয় ন।
আমি তাদের ছায়া দুটোকে মাড়িয়ে এগুতে থাকি। আমার নিজের ছায়ার হাতে একটা ছুরির ছায়া দেখে আমার বুকটা সামান্য কেপে ওঠে। এতক্ষণ এই পুরোটা পথ আমি দৌড়েছি, পথে কোনো মানুষ আমার গতিরোধ করেনি। কেউ কেউ পথ ছেড়ে দিয়ে সরে দাঁড়িয়েছিল। আমার পিঠে চোখ নেই যে আমি জানব, তারা আমার দিকে ঘুরে তাকিয়েছিল কি না। থানার বারান্দা পেরিয়ে প্রথম ঘলটাতে আমি যাই। আমার স্যান্ডেল ধূলিমাখা বারান্দায় আওয়াজ তোলে।
একজন পুলিশ কর্ত টেবিলের অপর পারে বসে আছেন। তার সামনে চায়ের কাপ। পিরিচে টোস্ট বিস্কুট। এক পাশে কতগুলো খাতা। একটা নীল রঙের মাছি একটা দৈনিক পত্রিকার প্রথম পাতায় বসে আছে। পুলিশ কর্ত বাঁ হাতে তাকে তাড়িয়ে দেন।
আরও দেখুনঃ সেলাই pdf বই ডাউনলোড স্বপ্ন আনিসুল হক pdf বই ডাউনলোড
আমি খুন করছি। আমাকে গ্রেপ্তার করেন-কথা কটা বলতে আমাকে ভাসা খুঁজে ফিলতে হয় না, যদিও এতটা পথ দৌড়ে আসার ফলে আমি হাঁপাতে থাকি।
পুলিশ কর্তা চা খাচ্ছেন। তিনি টোস্ট বিস্কুট চায়ে ভিজিয়ে নিয়ে বলেন, ‘আপনি অস্থির হচ্ছেন কেন, বসেন । চা খাবেন? এই মজিদ, আরেক কাপ চা দিতো বলো। চেয়ারটা টেনে নিয়ে বনে না!’
আমার মনে হয়< লোকটার গালে কষে একটা চড় মারি। আমি এই মাত্র একটা খুন করে এলাম, আর লোকটা আমাকে, মানে একটা খুনিকে, বসতে বলছে, চা খেতে বলছে!
আমি বলি, ‘আপনি বোধ হয় আমার কথা ভালো করে শুনতে পান নাই, আমি একটা খুন করছি।’
পুলিশ কর্তার বুকে লেখা শমসের, শমসের বলেন, ‘আপনি বোধ হয় আমার কথা ভালো করে শোনেননি, আমি আপনাকে বসতে বলেছি। আপনার জন্য চা আসছে।’
নিচে ভালোবাসো বাঁচো pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ জ্ঞানকোষ প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.26 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন