Saturday, October 18, 2025
HomeUncategorizedবিষ নিঃশ্বাস pdf বই ডাউনলোড

বিষ নিঃশ্বাস pdf বই ডাউনলোড

বিষ নিঃশ্বাস pdf বই ডাউনলোড । গ্লাসের সাথে বোতলের মৃদু ঠোকাঠুকি। চাপা গুঞ্জন। হঠাৎ একটু জোরে ‘ওহ্ ডিয়ার,’ ‘ফর গডস্ সেক,’ বা ‘যাহ দুষ্টু’। চুড়ির টুং টাং। শিফনের কোমাল খসখস। রিনিঝিনি হাসি। খুট্ করে লাইটার জ্বালার শব্দ। বয়-বেয়ারাদের দ্রুত পদচারণা। গিটারের সুরের তালে তাল মিলিয়ে টেবিলে আঙুল ঠুকে কে যেন তবলা বাজাচ্ছিল, হঠাৎ থেমে গেল সে। সামান্য উত্তেজিত গলায় কে যেন কাকে কি বোঝাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে রেস্তোরাঁটা।

সন্ধ্যা লেগেছে মাত্র। বাইরে নিয়ন বাতির আলোয় ঝলমল ঢাকা শহর।
মগবাজার। অভিজাত এক রেস্তোরাঁ। ভেতরের আকৃতি ডিমের মত গোল। দেয়ালে লাল আর হলুদ রঙের নকশা। নকশার ফাঁকে ফাঁকে কাঠেল ওপর খোদাই করা নগ্ন নারী-পুরুষের যুগল-মূর্তি।

ক্লিক করে শব্দ হলো একটা। খুলে গেছে দরজা।
দৃঢ় পায় চৌকাঠ পেরিয়ে রেস্তোরাঁর ভেতর ঢুকল যুবক। দু’পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখে তীক্ষ্ণ, অন্তর্ভেদী, সতর্ক দৃষ্টি। ধীরে ধীরে উঠে এসে কোমরে ঠেকল আস্তিন গুটানো দুই হাত।

আরও দেখুনঃ
বেসিক বাংলা হ্যাকিং শিখার pdf বই ডাউনলোড
হ্যাকোলজি pdf বই ডাউনলোড

ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে লোকজন্ চমকে উঠে স্থির হয়ে যাচ্ছে। চোখ-ইশারায় বা বুড়ো আঙুল একটু বাঁকা করে যুবকের দিকে সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করছে নিঃশব্দে। প্রায় সবাই চুপ করে গেছে, চাপা গলায় ফিসফাস করছে দু’একজন। কেউ সরাসরি, কেউ আড়চোখে, কেউ কোন এক ফাঁকে চট্ করে তাকাচ্ছে ওর দিকে।

ডিউক। ঢাকার কুখ্যাত এক গুণ্ডা। নতুন মাস্তান। মাগবাজার, ফার্মগেট আর মোহাম্মদপুর এলাকার রংবাজ। এই এলাকায় এমন কেউ নেই যে ডিউকের নম শোনেনি বা ডিউকের নাম শুনে যার বুক কাঁপে না। কেউ জানে না কোত্থেকে হঠাৎ মাস তিনেক আগে উদয় হয়েছে সে, সেই থেকে প্রচণ্ড দাপট দেখিয়ে স্তম্ভিত করে দিয়েছে সবাইকে।

তার আসল নাম কি, কেউ তা জানে না। এলাকার ছোকরা মাস্তানরা তার আধিপত্য মেনে নিয়ে ওর নাম দিয়েছে ডিউক। সেই নামটাই চালু হয়ে গেছে। যারা তাকে ভালভাবে চেনে, তারা তাকে ভয়, ঈর্ষা অথবা অবিশ্বাস করে।

ঈর্ষার কারণ ওর প্রচণ্ড শক্তি। প্রায় ছয় ফুট লম্ব। মেদতীন সুঠাম শরীর। দাঁড়াবার ভঙ্গিটা ঋজু, সটান।

নিচে বিষ নিঃশ্বাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিষ নিঃশ্বাস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 12.7 MB
প্রকাশ সালঃ 1981 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site