বিজ্ঞান রান্নাঘরে জাদুঘরে pdf বই ডাউনলোড । গোয়েন্দা কাহিনী তো তোমাদের খুব প্রিয় জিনিস, তাই না? ও সব পড়তে পড়তে নিজেকেও যে কখনো কখনো ডাক সাইটে গোয়েন্দা মনে করেছো তা নয়। ও সব কাহিনীতে নিশ্চয়ই দেখেছ ওদের অনেক সাংকেতিক লিপিতে বা অদৃশ্য লিপিতে খবর আদান-প্রদান করতে হয়, যাতে শত্রু পক্ষ বুঝতে না পারে।
তা ছাড়া যুদ্ধের সময় এভাবে খবর আদান -প্রদানের দুঃসাহসিক কাহিনীর কথাও তোমারা পড়ে থাক। আমামদের মুক্তিযুদ্ধেইতো এমন কত করতে হয়েছে। ছোটবেলায় আমার কিন্তু অন্য বন্ধুদের লুকিয়ে বিশেষ বন্ধুকে বিশেষ খবরটি জানাবার জন্যে সহজ কিছু অদৃশ্য লিপি ব্যবহার করতাম। তোমারাও হয়ত কর, তবুও পাছে সহজ অদৃশ্য কালিগুলোর খবর তোমাদের সবার জানা না থাকে তাই সেগুলো জানিয়ে দিচ্ছি।
যে অদৃশ্য কালির কথা বলছি তার বেশির ভাগ উপাদান এই মুহূর্তে তোমার বাসাতেই আছে। তুমি ওগুলেঅ নিয়ে কাজ কররে কোন সন্দেহই করবেনা যে তুমি গোপন লিপি তৈরির ফিকিরে আছ। একটি কালি হল লেবুর রস। আধখান লেবু চিপে তার রস একটা পিরিচের উপর এ লেখার কোন চিহ্নই থাকবে না। কমলালেবুর রস দিয়েও এই একই কালি হতে পারে।
আরও দেখুনঃ প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf বই ডাউনলোড আঙ্কেল টম স কেবিন pdf বই ডাউনলোড
আধ চামচ চিনি আধ কাপ পানিতে গুলে নিয়ে তৈরী হতে পারে আর একটা কালি। তেমনি আধ চামচ মধু আধ কাপ পানিতে গুলেও তা হতে পারে। বেটে নেয়া বা কুড়িয়ে নেয়া পেঁয়াজ থেকেও তৈরি হতে পারে অদৃশ্য কালি। বাটা বা কোরা পেঁয়াজ একটা পিরিচের উপর কিছুক্ষণ রেখে দাও। যে রস এটা থেকে বেরিয়ে আসবে তা দিয়েই লিখতে হবে।
সেভেন আপ, কোকা কোলা বা সোডা পানি জাতীয় পানীয়ও অদৃশ্য কালির কাজ করতে পারে। তবে সরাসরি যেগুলো দিয়ে লিখলে লেখা একটু একটু দেখা যেতে পারে বলে এরকম এক দুই চামচ পানীয়ের সাথে এক চামচ পানি মিশিয়ে তারপর লেখো।
এখন কথা হল কি দিয়ে লিখবে, কিসের উপর লিখবে। সুঁচালো একটা কাঠিকেই তুমি কলম হিসেবে ব্যবহার করতে পার—দাঁতের খিলানই চমৎকার কলম হতে পারে। অবশ্য এরকম কাঠিতে বেশি কালি লেগে থাকবেনা বলে তোমাকে বারবার তা কালিতে ডোবাতে হবে।
নিচে বিজ্ঞান রান্নাঘরে জাদুঘরে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 5.27 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ ইব্রাহিম
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন