বিকেল বেলার গল্প
বিকেল বেলার গল্প pdf বই ডাউনলোড। ঢাকা শহরের রমনা পার্ক। সুন্দর রৌদ্রলোকিত বিকেল। শৌখিন বয়স্ক এক ভদ্রমহিলা তাঁর তরুণী পরিচারিকা কুসুমকে সঙ্গে নিয়ে পার্কে ঢুকলেন। তার নাম গুল নাহার। তারা হাটছেন। েএকটা গাছ থেকে আরেকটা গাছ পর্যন্ত। বৃদ্ধা বক বক করেই চলছেন।
-কুসুম।
জ্বি দাদি।
-মোট কয়পাক হাটলাম মনে আছে?
তিন পাক… না না চার পাক।
-কুসুম! তুইও আমার মতো বুড়ি হয়েছিস? তুই কেন ভুলে যাস?
অঙ্কটা পারি না দাদি। বাকি সব মনে থাকে। লেখাপড়া বেশি শিখি নাই তো। মাস্টার বলতো, কুসুম বেগম, তোমার অঙ্কের মাথা নাই।
-অঙ্কের মাধা ধাক বা না থাক, উঁকুন ভরা মাথাটা তো আছে।
মাথা আছে উঁকুন নাই।
-কিন্তু মনটা কি এখানে আছে?
এইটা ক্যান জিগাইলেন দাদী?
আরও দেখুনঃ মোতালেব সাহেবের টাইম মেশিন pdf বই ডাউনলোড
-ওইযে. কাইরে গেটের দারোয়ানটা বার বার কাশি দিচ্চে, শুনতে পাচ্ছি তো তাই।
দাদি বুড়ি হইলেও আপনার কান ভালো আছে। দাদি, আপনের হাঁটা ইন কমপ্লিট। এখন বসেন।
-ইনকমপ্লিট হলে বসবো কেন?
ইনকমপ্লিট হলে বসবেন না? পুরা ৫ পাক হইছে তো।
-কমপ্লিট হয়েছে বলতে চাস?
হ। ইন কমপ্লিট। মানে কমপ্লিট এর মধ্যে। দাদি বুড়া হইছেন তো, ইংরাজি ভুইলা গেছেন। হি হি হি।
-চড় খাবি।
দাদি, আপনের বেঞ্চিটাত আপনে একটু বসেন। জিরান। বয়স হইছে, রেস্ট না নিলে কখন কি হইয়া যায়, বুঝেনই তো…
দূরে গেটে দারোয়ান আবার কাশি দেয়। তাই শুনে গুলনাহার বলেন, বুঝলাম, তোর কৃষ্ণ বাঁশি বাজায় না, কাশি দেয়। কাল দুটো স্ট্রেপসিলস কিনে এনে তোর দারোয়ানকে দিস।
– তোর দারোয়ান? দারোয়ান আমার না। পার্কের।
গুলনাহার একটা বেঞ্চে বসে পড়েন। কুসুম হাঁটা ধরে। দারোয়ানের কাশির আওয়াজ শুনলে সে স্থির থাকতে পারে না।
-এই কুসুম চিপসের প্যাকেট দিয়ে যা। গুলনাহার গলা চড়িয়ে বলেন। চিপসের প্যাকেট কুসুমের বা হাতে। সে খুঁজে পায় না।
নিচে বিকেল বেলার গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ গল্প-রোমান্টিক বইয়ের সাইজঃ 0.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now