বিকেল বেলার গল্প pdf বই ডাউনলোড। ঢাকা শহরের রমনা পার্ক। সুন্দর রৌদ্রালোকিত বিকেল। শৌখিন বয়স্ক এক ভদ্রমহিলা তারঁ তরুনী পরিচারিকা কুসুমকে সঙ্গে নিয়ে পার্কে ঢুকলেন। তার নাম গুল নাহার। আর পরিচায়িকার নাম কুসুম। তারাঁ হাটঁছেন। একটা গাছ থেকে আরেকটা গাছ। পর্যন্ত বৃদ্ধা বক বক করেই চলেছেন। কুসুম! জি দিদি, মেয়ে কয় পাক হাটঁলাম মনে আছে ? তিন পাক না..না,চার পাক ।
কুসুম! তুইও আমার মতো বুড়ি হয়েছিস? তুই কেন ভুলে যাস? অঙ্গটা পারি না দাদি। বাকি সব মনে থাকে লেখাপড়া বেশি শিখি নাই মাস্টার বলত, কুসুম বেগম, তোমার অঙ্গের মাথা নাই। অঙ্কের মাথা না থাক, উকুঁনভরা মাথাটা তো আছে। মাথা আছে, উকুঁন নেই। কিন্তু মনটা কি এখানে আছে? এটা ক্যান জিগাইলেন দাদি।
ওইযে বাইরে গেটের দারোয়ানটা বার বার কাশি দিচ্ছে, শুনতে পাচ্ছি তো তাই। দাদি, বুড়া হইলেও আপনের কান ভালো আছে। দাদি, আপনের হাটাঁ ইন কমপ্লিন। এখন বসেন। ইন কমপ্লিট হলে বসব কেন? ইন কম্পিলট হইলে বসবেন না? পরা ৫ পাক হইছে তো। কমপ্লিট হইছে বলতে চাস। হ। ইন কমপ্লিট । মানে কমপ্লিট-এর মধ্যে ।
আরও বই দেখুনঃ
- গ্রাস pdf বই ডাউনলোড
- মেকু কাহিনী pdf বই ডাউনলোড
- ভালোবাসা pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
দাদি বুড়া হইছে তো, ইংরাজি ভুইলা গেছেন হি হি হি। চড় খাবি। দাদি, আপনের বেঞ্চিটাতে আপনে একটু বসেন। জিরান । বয়স হইছে, রেস্ট না নিলে কখন কি হইয়া যায়, বুঝেনই তো….দূরে গেটে দারোয়অন আবার কাশি দেয়। তাই শুনে গুল নাহার বলেন, বুজলাম, তোর কৃ্ষ্ণ বাশিঁ বাজা না, কাশি দেয়। কাল দুটো স্ট্রেপসিলস কিনে এনে তোর দারোয়ানকে দিস।
তোর দারোয়ান? দারোয়ান আমার না। পার্কের। গুল নাহার একটা বেঞ্চে বসে পড়েন। কুসুম হাটাঁ ধরে। দারোয়ানের কাশির আওয়াজ শুনলে সে স্থির থাকতে পারে না। একই কুসুম। চিপসের প্যাকেটটা দিয়ে যা। গুন নাহার গলা চড়িয়ে বলেন। চিপসের প্যাকেট কুসুমের বাঁ হাতে। সে খুজেঁ পায় না। বলে দাদি চিপসের প্যাকেট তো আপনাকে দিলাম। গুল নাহার বলেন, দিলে আমি কী করলাম। কুসুম বলে, ব্যাগে ভরছেন নাকি? তোর বাঁ হাতে ওটা কী? আরে আমার কপাল। বাম হাতে জিনিস থাকলে টেরই পাই না।
নিচে বিকেল বেলার গল্প এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আনিসুল হক |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন