বরযাত্রী pdf বই ডাউনলোড। ত্রিলোচনের বিবাহ। বয়যাত্রাদের মধ্যে রাজেন, কে, গুপ্ত গারাচাদঁ আর ঘোংনা আসিয়া হাজির হইয়াছে, গনশার অপেক্ষা সে আসলিই এদিককার দলটা পূর্ণ হয়। ত্রিলোচন পাজ-পোজের মধ্যে এর পূর্বে আসিয়া কয়েকবার খোজঁ লইয়া গিয়াছে, আবার তর্জনীর ডগায় একটু স্নো লইয়অ মুখ বাকাইয়া দক্ষিন গালটা নির্মমভাবে ঘষিতে ঘষিতে আসিয়া হাজির হইল।
প্রশ্ন করিল, এল র্যা? ঘোঁৎনা বলিল, ওর মামা ওকে যে রকম আগলে বসে আছে দেখলাম- এমন সময় হালদারদের বাড়ির পাশের গলিটায় সাইকেলে ঘন্টির আওয়াজ হইল, এবং গনশা সবেগে নিষ্ক্রান্ত হইয়া এবং সবেগেই দলটির মাঝখানে প্রবেশ করিয়া ব্রেক চাপিয়া নামিয়া পড়িল।
আরও বই দেখুনঃ
- নব সন্ন্যাস pdf বই ডাউনলোড
- রানুর কথা মালা pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
- রাণুর প্রথম ভাগ pdf বই ডাউনলোড
- শ্রেষ্ঠ গল্প বনফুল pdf বই ডাউনলোড
জবাবদিহি হিসাবে বলিল, গ-গননশাকে আটকায়, সে এখনও মা-স্মায়ের পেটে। ছোকবা একটু তোৎলা; রাগিলে কিংবা উৎসাহিত হইলে এক একটা অক্ষর প্রায়ই দ্বিত্ব প্রাপ্ত হয়। ডান দিকের ভ্রটায় একটা হেঁচকা টান দিয়া সামলাইয়া লয়। রাজেন বলিল, তোর কিন্তু না গেলেই ভাল হত গণশা।
এতদিন হাটাঁহাটিঁ করে সাহেব যদি বা ইন্টারভিউয়ের জন্য আজ ডাকলে বরযাত্রা যাওয়ার লোভে ঘোঁৎসা বলিল, তাতে আবার আজকাল চাকিরর যা বাজার। গনশা বলিল, তিলুর বিয়েতে আমি যাব না! এরপর আমার – নি-ন্নিজের বিয়েতে বলবি, গ-গগনশা, তোর গিয়ে কাজ নেই, তুই চা-চ্চাকরির খোজ করগে।
গনেশের কথাটা বলিবার হক আছে। সে ত্রিলোচনকে তাস খেলিতে শিখাইয়াছে, সিগারেট খাইতে শিখাইয়াছে, চলন্ত ট্রামে উঠা-নামা কবিতে শিখাইয়াছে, এবং নিয়মিতভাবে বায়স্কোপের সিরিয়াল-তাসিবিয়ালে লইয়া গিয়া পৃথিবীর যত সিনেমা-জ্যোতিস্কদের নাম মুখস্ত করাইয়া তাহাকে সকল দিক দিয়া লায়েক করিয়া তুলিয়াছে। শুধু তাহাই নহে।
আপাতত এ কয়দিন ধরিয়া দাম্পত্য- নীতিতে জোব তালিম দিতেছে সেই, এবং বিশেষ করিয়া দাম্পত্য-রাজ্য কারায়ত্ত কবিরার পূর্বে বাসর-দুর্গটি কি করিয়া অতিক্রম করতে হইবে, তাহারও কৌশল-কানুন অধিগত করা হইতেছে ঐ গনশারই নিকট। বরযাত্রী নিয়ে ছোট একটি গল্প যদি পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বরযাত্রী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোটগল্প |
বইয়ের সাইজঃ | 9.32 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন