বনলতা সেন কবিতা pdf বই ডাউনলোড ।
বনলতা সেন
হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্ভিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে
আমি ক্লান্ত প্রাণ এক , চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর
হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনই দখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ”এতদিন কোথায় ছিলেন?
পাখীর নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
আরও দেখুনঃ অন্দরমহলের গল্প pdf বই ডাউনলোড অ্যাসেগাই pdf বই ডাউনলোড
কুড়ি বছর পরে
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি।
আবার বছর কুড়ি পরে–
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিক মাসে
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে — তখন নদী
নরম-নরম হয় শর কাশ হোগলায়–মাঠের ভিতরে।
অথবা নাইকো ধান ক্ষেতে আর
ব্যাস্ততা নাইকো আর
হাসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার।
হয়তো চাদ মাঝরাতে একরাশ পাতাই পিছনে
সরু-সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের
ঝাউয়ের- আমের:
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার–
তখন যদি দেখা হয় তোমার আমার তোমার আমার!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে ।
চোখের পাতার মতে নেমে চুপি কোথায় চিলের ডানা থেমে–
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে–
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে
নিচে বনলতা সেন কবিতা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কবিতার বই বইয়ের সাইজঃ 4.26 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ জীবনানন্দ দাশ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now